Ajker Patrika

ব্যালট ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৯
ব্যালট ছিনতাই চেষ্টার ঘটনায় মামলা

কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হাতবোমা মেরে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। নির্বাচনের দিন সন্ধ্যায় ভোটগণনা শেষে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফজর আলী বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, নবনির্বাচিত ইউপি সদস্য মিঠু হোসেন এ্যানি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১৩ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে জানা যায়, ওইদিন ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাচন অফিসের উদ্দেশে রওনা হন নির্বাচনে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা। কেন্দ্র থেকে বের হওয়ার সময় আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, মিঠু হোসেন এ্যানি ও মো. মিজানের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও গ্যাস ছুড়লে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে আবার ব্যালট পেপার নিয়ে রওনা হলে ফের ককটেল মেরে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেন তাঁরা। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণের ফলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ও বেশ কয়েকজন বিজিবি সদস্য আহত হন।

মামলার বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত