Ajker Patrika

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ওপর থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার দুপুরে রূপপুর প্রকল্পের ভেতরে দুই নম্বর চুল্লির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর ফুটু মার্কেট এলাকার মনিরুজ্জামান মনি (৩২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোড়াদহ গ্রামের মাধব চন্দ্র সরকার (৪৪)। একই দুর্ঘটনায় আহত শ্রমিকের নাম দিনবন্ধু (৩০)। তাঁর বাড়ি ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া।

পুলিশ জানিয়েছে, হতাহত তিনজনই রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান রেসেমে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি পুলিশের হেফাজতে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত শ্রমিক মনিরুজ্জামানের মামাতো ভাই অলিভ হোসেন বলেন, গতকাল দুপুর পৌনে একটার দিকে প্রকল্পের দুই নম্বর চুল্লির ভেতরে রডের কাজ করছিলেন মনিরুজ্জামানসহ কয়েকজন। এর প্রায় ১০০ ফুট ওপরে চুল্লিতে অন্য শ্রমিকের দল ক্রেন ছাড়াই লোহার অ্যাঙ্গেল সেট করছিলেন। হঠাৎ ওপর থেকে অ্যাঙ্গেলের একটি অংশ নিচে পড়ে যায়। এতে মনিরুজ্জামান ও মাধব চন্দ্র গুরুতর আহত হন। পরে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তা ছাড়া গুরুতর আহত দিনবন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। আমরা চেষ্টা করছি নিহত দুই শ্রমিকের পরিবার যেন তাঁদের প্রাপ্য পাওনা বুঝে পান। ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত