Ajker Patrika

দিনদুপুরে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ০৩
দিনদুপুরে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

মুলাদীতে এবার দিনদুপুরে নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আড়িয়াল খা নদীর বানীমর্দন লঞ্চঘাট এলাকায় ড্রেজার বসিয়ে বালু তোলা হয়। আগে বালু ব্যবসায়ীরা সাধারণত রাতের আঁধারে নদী থেকে বালু তুলতেন।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে উপজেলার জয়ন্তী, আড়িয়াল খা ও নয়াভাঙনী নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছেন ব্যবসায়ীরা। কোনো বালুমহাল না থাকলেও বালু উত্তোলনকারীদের নিয়ন্ত্রণ করতে পারছে না উপজেলা প্রশাসন।

নদীগুলো থেকে অবৈধভাবে বালু তোলার ফলে নদী ভাঙছে বলে জানান নদী তীরের বাসিন্দারা। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা তাঁদের স্বার্থে বালু উত্তোলন করেই যাচ্ছেন।

বানীমর্দন গ্রামের জসিম উদ্দীন জানান, আড়িয়াল খা নদী থেকে প্রতিনিয়ত রাতের আঁধারে বালু তোলা হয়। অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। এমনকি শীতকালেও কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। শনিবার সকালেই এই এলাকায় একটি ড্রেজার বসানো হয়েছে। তাঁরা ইতিমধ্যে কয়েক জাহাজ বালু তুলে নিয়েছেন।

নাজিরপুর বন্দরের ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, ‘প্রশাসন অভিযান চালিয়ে আনলোড ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। লোড ড্রেজার জব্দ করা কিংবা ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তারা নামমাত্র অভিযান পরিচালনা করেন। এতে ড্রেজার মালিক কিংবা শ্রমিক কেউ ভয় পান না। ফলে উপজেলায় প্রায় ২০টি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।’

সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুর রহমান জানান, নদী থেকে অবৈধভাবে বালু তোলার বিষয়টি জেনেছি। দ্রুত অভিযান চালিয়ে বাকি ড্রেজারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...