Ajker Patrika

রণবীরে ভরসা হারিয়েছেন পরিচালক প্রযোজক

রণবীরে ভরসা হারিয়েছেন পরিচালক প্রযোজক

গত বছরও রণবীর সিংকে নিয়ে বাজি ধরার লোকের অভাব ছিল না। অথচ, বছর ঘুরতেই তাঁর ওপর আর ভরসা রাখতে পারছেন না পরিচালক-প্রযোজকেরা। সবচেয়ে বড় ধাক্কাটি বোধ হয় গতকাল পেয়েছেন রণবীর সিং। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বলিউডের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশরাজ ফিল্মস’ নাকি রণবীর সিংয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়।

সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা রণবীরের। ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট থেকে শুরু করে বক্স অফিস—সবকিছুই তাঁকে বসিয়েছে ভাগ্যের বিপক্ষ কাতারে। বিশেষ করে বক্স অফিসে পরপর তিন ফ্লপ দিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন রণবীর। তাঁর এই মন্দ সময়টার শুরু করোনার পর থেকেই। ২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘৮৩’। মুক্তির আগে প্রচারে সাড়া জাগালেও বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি কবীর খান পরিচালিত সিনেমাটি।

২০২২ সালে মুক্তি পায় ‘জয়েশভাই জোরদার’। একই বছরের শেষ দিকে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’। দুটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

অন্যদিকে, রণবীরের মতো একই অবস্থা যশরাজ ফিল্মসের। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘পাঠান’ ছাড়া করোনা-পরবর্তী সময়ে আর কোনো সিনেমাই মূলধন ফিরিয়ে আনতে পারেনি। ব্যর্থতার তালিকায় রয়েছে ‘সন্দীপ অর পিংকি ফারার’, ‘বান্টি অর বাবলি ২’ ‘জয়েশভাই জোরদার’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ও ‘শমশেরা’। এমন অবস্থায় রণবীর সিংকে নিয়ে কোনো কাজ করার ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আদিত্য চোপড়া।

অথচ, এই আদিত্য চোপড়ার হাত ধরেই ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রণবীর। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’র মতো ব্যবসাসফল সিনেমা দিয়ে প্রযোজকদের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন রণবীর সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত