Ajker Patrika

লিপস্টিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮: ১৪
লিপস্টিক

সাজতে যাঁরা ভালোবাসেন, তাঁদের প্রিয় প্রসাধনীর তালিকায় ওপরের দিকেই রয়েছে লিপস্টিক। এ কথা বলা যায় চোখ বন্ধ করে। কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়া লিপস্টিক ঠোঁটে লাগানোর অসুবিধা থাকায় সেগুলো জমা থাকে সাজ বাক্সেই। তবে চাইলে ছোট হয়ে আসা লিপস্টিক বিভিন্ন কাজেও লাগানো যায়।

লিপগ্লস বানাতে
ছোট্ট কৌটোয় এক টেবিল চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে ছোট হয়ে আসা কোনো লিপস্টিক মেশান। টুথপিক দিয়ে লিপস্টিক বের করে নিন, সহজ হবে। এবার সেই টুথপিক দিয়েই ভালোভাবে নাড়তে থাকুন। এতে পেট্রোলিয়াম জেলি ও লিপস্টিক ভালোভাবে মিশে যাবে। এবার এই মিশ্রণ অনায়াসে লিপগ্লস হিসেবে ব্যবহার করতে পারবেন।

ক্রিম ব্লাশন
গোলাপি, পিচ বা কমলা রঙের লিপস্টিকের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে গালে আলতো করে ব্রাশ করে নিন। শীতের দিন এমন ক্রিম ব্লাশনের তুলনা আর কিসে হয়!

আইশ্যাডো
ন্য়ুড শেডের লিপস্টিক ও অল্প পেট্রোলিয়াম জেলি মিশিয়ে চোখের পাতায় লাগান। গ্লসি মেকআপের এই বুদ্ধি কিন্তু দারুণ কাজে দেবে। তবে সরাসরি লিপস্টিক দিয়েও কিন্তু আইশ্যাডো লাগানো যায়। তবে সে ক্ষেত্রে ব্লেন্ডিংটা খুব ভালো হতে হবে।

কাস্টমাইজড লিপ কালার
দুই বা তিনটি রঙের লিপস্টিক একটি কৌটোয় নিয়ে ভালোভাবে মেশান। তৈরি হবে নতুন রঙের লিপস্টিক। রঙের এই খেলাটা নিজের পছন্দের হালকা ও গাঢ় রঙের লিপস্টিক মিশিয়ে করতে পারেন।

রঙিন লিপবাম
লিপবামও কি প্রায় শেষ হয়ে এসেছে? তাহলে টুথপিক দিয়ে লিপবামের কৌটো থেকে বাম বের করে তার সঙ্গ হালকা পিচ বা গোলাপি রঙের লিপস্টিক মেশান। তারপর ছোট্ট কৌটোয় ভরে ব্যাগে রেখে দিন। লিপস্টিকের পরিবর্তেও ব্যবহার করতে পারেন রঙিন এই লিপবাম।

সূত্র: স্টাইল কাস্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত