Ajker Patrika

এবার সুষ্ঠু ভোটের দাবি আ.লীগ প্রার্থী দেলোয়ারের

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
এবার সুষ্ঠু ভোটের দাবি আ.লীগ প্রার্থী দেলোয়ারের

‘কেন্দ্র দখল করলে আমরা করব, জোর করে ভোট নিলে আমরা নিব ইনশাআল্লাহ। কারণ আমরা সরকারের প্রতিনিধি।’ এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া নৌকার প্রার্থী মো. দেলোয়ার হোসেন দেলু সংবাদ সম্মেলন করে সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে দাদপুর বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

আওয়ামী লীগের প্রার্থী মো. দেলোয়ার হোসেন দেলু অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. মিজানুর রহমান শিপন তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমি ও আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। ভোট গ্রহণের দিন দুপুরের পর কেন্দ্র দখল করে ভোট নিয়ে যাবে বলেও সে ঘোষণা দিচ্ছেন। তাঁর এমন বক্তব্যে সাধারণ ভোটাররা ভীত। ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহ দেওয়া ও ভয়ভীতি দূর করতে আমি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে ভোট আসতে বলি। ওইসব ধমকে ভীত ভোটারদের নিরাপত্তা আমরা দিব বলেছিলাম। কেন্দ্র দখলের চিন্তা করলে আমরা (নৌকা প্রার্থী) করব। কিন্তু সেখানে আমরা তা না করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অথচ আমার ওই বক্তব্যকে খণ্ডিত করে ফেসবুকে প্রচার করা হয়। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’

মো. দেলোয়ার হোসেন দেলু আরও বলেন, ‘ইতিমধ্যে শিপনের সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ