Ajker Patrika

জার্মানিতে উচ্চশিক্ষা: ডাড স্কলারশিপ ২০২৩

সাদিয়া আফরিন হীরা
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২: ২৮
জার্মানিতে উচ্চশিক্ষা: ডাড স্কলারশিপ ২০২৩

শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির দিক থেকে ইউরোপের সমৃদ্ধ একটি দেশ জার্মানি। জার্মানিকে বলা হয় ল্যান্ড অব আইডিয়াজ। সেই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের কাছে জার্মানি হয়ে উঠেছে শিক্ষা অর্জনের তীর্থস্থান। যেহেতু দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিনা মূল্যে পড়াশোনা করার সুযোগ দিয়ে থাকে, তাই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জার্মানি থাকে পছন্দের তালিকার শীর্ষে। জার্মান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের যতগুলো স্কলারশিপের ব্যবস্থা করেছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ হলো ডাড স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সব ব্যয়ভার বহন করে জার্মান সরকার, যার ফলে শিক্ষার্থীরা বিনা মূল্যে পড়াশোনার পাশাপাশি মাসিক হাতখরচ, স্বাস্থ্যবিমা, যাতায়াত খরচসহ আরও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

প্রোগ্রাম সময়কাল

  • মাস্টার্স: ১২ থেকে ২৪ মাস
  • পিএইচডি: ১২ থেকে ৪২ মাস

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

  • ইকোনমিকস
  • পলিটিক্যাল ইকোনমিকস
  •  বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সায়েন্স
  • ডেভেলপমেন্ট রিলেটেড সায়েন্সেস
  • অ্যাগ্রিকালচার
  • পাবলিক হেলথ
  • ল মিডিয়া স্টাডিজ
  • এডুকেশন সায়েন্স
  • মিডিয়া সায়েন্স
  • ম্যাথমেটিকস
  • জিওগ্রাফি
  • এনভায়রনমেন্ট সায়েন্সেস
  • ইনফরমেটিকস

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
  • যেকোনো বয়সী শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • মাস্টার্সে আবেদনকারীর অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  •  পিএইচডিতে আবেদনকারীর অবশ্যই মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • যে বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি রয়েছে, সেই বিষয়ে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  • স্নাতক ডিগ্রি নেওয়ার পর ছয় বছর পেরিয়ে গেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না
  • আইইএলটিএসে ন্যূনতম ৬ থাকতে হবে

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি
  • মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮৬১ ইউরো হাতখরচ পাবেন
  • পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো হাতখরচ পাবেন
  •  স্পাউস ও সন্তানদের ভাতা
  • স্বাস্থ্যবিমা
  • যাতায়াত খরচ
  • থাকার খরচ
  • এয়ার টিকিট
  • বিশ্ববিদ্যালয় ডর্মে থাকার সুযোগ
  • ফ্রি জার্মান ভাষা শেখার কোর্স

প্রয়োজনীয় কাগজপত্র

  • ইউরোপাস ফরম্যাটে সিভি
  • অ্যাপ্লিকেশন ফরম
  • আগের ডিগ্রির ট্রান্সক্রিপটস ও সার্টিফিকেট
  • রেফারেন্স লেটার
  • মোটিভেশনাল লেটার
  • স্টাডি প্ল্যান ও রিসার্চ প্রপোজাল
  • এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিসের সার্টিফিকেট
  •  ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • পাবলিকেশন যদি থাকে
  • কাজের অভিজ্ঞতার লিখিত কাগজ

আবেদন পদ্ধতি

  • অনলাইনে আবেদন করতে হবে
  • অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে
  • পিডিএফ ডাউনলোড করেও ফরম পূরণ করা যাবে
  • কোর্স সিলেক্ট করতে হবে
  • বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে
  • প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে
  • অ্যাপ্লিকেশন সফলভাবে জমা হলে আবেদনকারী কনফার্মেশন মেসেজ পাবেন
  • প্রাথমিক পর্যায়ে বাছাইকৃত আবেদনকারীদের তিন মাসের মধ্যে কনফার্মেশন দেওয়া হবে
  • প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ দিতে হবে।

আবেদনের সময়সীমা

চলমান (প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে)

অফিশিয়াল ওয়েবসাইট

 

অনুলিখন: সাদিয়া আফরিন হীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত