নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে এই ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ওমিক্রন থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘নো মাস্ক নো সার্ভিস’-এর মতো সরকার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ চালু করতে চাইছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও একই নির্দেশনা দেওয়া হবে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলার প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। সেই সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘ওমিক্রন আফ্রিকা ও ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। কীভাবে বাংলাদেশে এটা নিয়ন্ত্রণ করা যায়, সেই আলোচনা করেছি। দেশে আসা কীভাবে ঠেকানো যায়, সেই চেষ্টা করা হবে। যদি দেশে আসে কীভাবে নিয়ন্ত্রণ করব ও ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে কীভাবে কাজ করা হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
ওমিক্রনে আক্রান্ত হলে খুব উপসর্গ থাকে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শরীর দুর্বল হয়, হালকা কাশি থাকে, জ্বর হয় না—এ জন্য বোঝা মুশকিল। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে। করোনা নিয়ন্ত্রণের জন্য যেসব অবকাঠামো আমরা তৈরি করেছি, সেগুলো সে অবস্থায়ই আছে, বরং আরও বাড়ানো হয়েছে। বেড ১৮ হাজার আছে, ১২০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা আফ্রিকা দেশ থেকে আসবেন, তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আমরা ওখান থেকে আসতে নিরুৎসাহিত করব। এ বিষয়ে পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। সশস্ত্র বাহিনীর ব্যক্তিরা কোয়ারেন্টিন ম্যানেজ করবে।’
যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়নি, সেখান থেকে করোনা পরীক্ষার সনদ নিয়ে দেশে ফেরা যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যদি সেসব দেশে সংক্রমণ বৃদ্ধি পায়, সে দেশের লোক এলে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ নিয়ে দেশে ফেরা যায়। সেটিকে ৪৮ বা ২৪ ঘণ্টায় এগিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। বর্ডারে নজরদারি জোরদার করা হবে, আরও কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে বলা হয়েছে।’
করোনাসংক্রান্ত জেলা কমিটিগুলোকে নতুন করে চিঠি দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যদি কেউ আসে, তাদের বাড়িতে যদি কেউ যায়, সেটিকেও তারা মনিটরিং করবে। প্রয়োজন হলে পতাকা লাগিয়ে দেবে। আশ্চর্যের বিষয়, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন, তাদের আমরা কন্ট্রাক ট্রেসিং করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সকলে তাদের মোবাইল বন্ধ করে রেখেছে। তাদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তারা ঠিকানাটাও ভুল দিয়েছে। এ ধরনেরও হয়ে থাকে, আমাদের সতর্ক থাকতে হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হবে। তাঁদের করণীয় রয়েছে।’
মন্ত্রী বলেন, স্কুল-কলেজে বর্তমানে যেভাবে শিক্ষা কার্যক্রম চলছে, সেভাবেই রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে। মাস্ক না পরলে যাতে জরিমানার আওতায় আসে। তিনি বলেন, ‘ওমিক্রন এখনো দেশে আসেনি, ফলে জীবনযাত্রা যেভাবে আছে সেভাবে চলবে, এইচএসসি পরীক্ষাও চলবে। যেখানে সতর্ক হওয়া দরকার সেখানে সতর্কতা অবলম্বন করে প্রস্তুতি নিতে বলেছি।’
জাহিদ মালেক বলেন, ‘১০ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ কোটি ডাবল ডোজ ও ৬ কোটি সিঙ্গেল ডোজ। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা দিচ্ছি। ফাইজারের টিকাও আমরা জেলা-উপজেলায় নিয়ে গিয়েছি। তারপরও দেখা যায় অনেকেই টিকা এখনো নেননি, টিকা দেওয়ার আগে যে আগ্রহ পেয়েছি, সেটা একটু কম।’ তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে যেমন নো মাস্ক নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাইছি “নো ভ্যাকসিন নো সার্ভিস”। এটা আমরা করতে পারলে টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক এগিয়ে আসবে। “নো ভ্যাকসিন নো সার্ভিস” স্লোগান চিঠি দিয়ে সব মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি পর্যায়েও জানিয়ে দেওয়া হবে।’
৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ বিজয় উৎসব ও ১৬ ডিসেম্বর ঢাকার শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে এ বিষয়ে তাঁর মন্তব্য চান একজন সাংবাদিক। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে যেন এসব অনুষ্ঠান করা হয়।’
করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে এই ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ওমিক্রন থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘নো মাস্ক নো সার্ভিস’-এর মতো সরকার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ চালু করতে চাইছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও একই নির্দেশনা দেওয়া হবে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলার প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়। সেই সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘ওমিক্রন আফ্রিকা ও ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। কীভাবে বাংলাদেশে এটা নিয়ন্ত্রণ করা যায়, সেই আলোচনা করেছি। দেশে আসা কীভাবে ঠেকানো যায়, সেই চেষ্টা করা হবে। যদি দেশে আসে কীভাবে নিয়ন্ত্রণ করব ও ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে কীভাবে কাজ করা হবে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
ওমিক্রনে আক্রান্ত হলে খুব উপসর্গ থাকে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শরীর দুর্বল হয়, হালকা কাশি থাকে, জ্বর হয় না—এ জন্য বোঝা মুশকিল। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে। করোনা নিয়ন্ত্রণের জন্য যেসব অবকাঠামো আমরা তৈরি করেছি, সেগুলো সে অবস্থায়ই আছে, বরং আরও বাড়ানো হয়েছে। বেড ১৮ হাজার আছে, ১২০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা আফ্রিকা দেশ থেকে আসবেন, তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আমরা ওখান থেকে আসতে নিরুৎসাহিত করব। এ বিষয়ে পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। সশস্ত্র বাহিনীর ব্যক্তিরা কোয়ারেন্টিন ম্যানেজ করবে।’
যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়নি, সেখান থেকে করোনা পরীক্ষার সনদ নিয়ে দেশে ফেরা যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যদি সেসব দেশে সংক্রমণ বৃদ্ধি পায়, সে দেশের লোক এলে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার সনদ নিয়ে দেশে ফেরা যায়। সেটিকে ৪৮ বা ২৪ ঘণ্টায় এগিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। বর্ডারে নজরদারি জোরদার করা হবে, আরও কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে বলা হয়েছে।’
করোনাসংক্রান্ত জেলা কমিটিগুলোকে নতুন করে চিঠি দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে যদি কেউ আসে, তাদের বাড়িতে যদি কেউ যায়, সেটিকেও তারা মনিটরিং করবে। প্রয়োজন হলে পতাকা লাগিয়ে দেবে। আশ্চর্যের বিষয়, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন, তাদের আমরা কন্ট্রাক ট্রেসিং করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয়, তারা সকলে তাদের মোবাইল বন্ধ করে রেখেছে। তাদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তারা ঠিকানাটাও ভুল দিয়েছে। এ ধরনেরও হয়ে থাকে, আমাদের সতর্ক থাকতে হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হবে। তাঁদের করণীয় রয়েছে।’
মন্ত্রী বলেন, স্কুল-কলেজে বর্তমানে যেভাবে শিক্ষা কার্যক্রম চলছে, সেভাবেই রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে। মাস্ক না পরলে যাতে জরিমানার আওতায় আসে। তিনি বলেন, ‘ওমিক্রন এখনো দেশে আসেনি, ফলে জীবনযাত্রা যেভাবে আছে সেভাবে চলবে, এইচএসসি পরীক্ষাও চলবে। যেখানে সতর্ক হওয়া দরকার সেখানে সতর্কতা অবলম্বন করে প্রস্তুতি নিতে বলেছি।’
জাহিদ মালেক বলেন, ‘১০ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ কোটি ডাবল ডোজ ও ৬ কোটি সিঙ্গেল ডোজ। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা দিচ্ছি। ফাইজারের টিকাও আমরা জেলা-উপজেলায় নিয়ে গিয়েছি। তারপরও দেখা যায় অনেকেই টিকা এখনো নেননি, টিকা দেওয়ার আগে যে আগ্রহ পেয়েছি, সেটা একটু কম।’ তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে যেমন নো মাস্ক নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাইছি “নো ভ্যাকসিন নো সার্ভিস”। এটা আমরা করতে পারলে টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক এগিয়ে আসবে। “নো ভ্যাকসিন নো সার্ভিস” স্লোগান চিঠি দিয়ে সব মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি পর্যায়েও জানিয়ে দেওয়া হবে।’
৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ বিজয় উৎসব ও ১৬ ডিসেম্বর ঢাকার শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে এ বিষয়ে তাঁর মন্তব্য চান একজন সাংবাদিক। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে যেন এসব অনুষ্ঠান করা হয়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪