Ajker Patrika

এক শিক্ষকের ভুলে ৪৩ জন শিক্ষার্থীর ফল স্থগিত

নোয়াখালী প্রতিনিধি
এক শিক্ষকের ভুলে ৪৩ জন শিক্ষার্থীর ফল স্থগিত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বিদ্যালয়ের ৪৩ জনের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে। ফলে শিক্ষকদের কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদিও বিষয়টি আগে থেকেই জানতেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে চিন্তার কিছু নেই।

দু-এক মাসের মধ্যে স্থগিত হওয়া ফলাফল প্রকাশ করা হবে।উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

দ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফলপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালে সেনবাগ উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হওয়া ৪৩ জন শিক্ষার্থী বর্ষ সমাপনী পরীক্ষায় ১৪ বিষয়ে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছিল। কিন্তু ভুলবশত বিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডে ১৩ বিষয়ের নম্বর পাঠানো হয়। এ কারণে বোর্ড থেকে এ বছর একই বিদ্যালয়ের এসএসসি সাধারণ শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হলেও ভোকেশনাল শাখার ৪৩ জন শিক্ষার্থীর তা স্থগিত রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টায় এসএসসির ফলাফল ঘোষণার পর ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা তাদের ফলাফল না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। বেলা একটার দিকে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বাজার থেকে তালা কিনে এনে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের দরজা ও ফটক আটকে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা কক্ষের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত