Ajker Patrika

সাঁকো আর সেতুতে রূপান্তর হয় না

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১: ০২
সাঁকো আর সেতুতে রূপান্তর হয় না

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারানগিরি খালের ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নারানগিরিমুখ ১ নম্বর পাড়ার প্রায় ৮০০ পাহাড়ি বাঙালি জনগণ নারানগিরি খালের ওপর সাঁকোটি ব্যবহার করে নারানগিরি স্কুল, রাইখালী বাজার, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সদরে যাতায়াত করে।

এ ছাড়া জগনাছড়ি, মৈদং পাড়া, ক্যাজাইয়া পাড়া, ডলুছড়ি পাড়ার লোকজনও সাঁকোটি ব্যবহার করে নারানগিরি বৌদ্ধ বিহার, নারানগিরি স্কুল এবং রাইখালী বাজারে যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ, পলু মারমা, নান্টু দাশ, লোকমান, মানিকসহ অনেকে জানান, বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অসংখ্য কোমলমতি স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ আশপাশে বসবাসরত শত শত এলাকাবাসী। বিশেষ করে গর্ভবতী মা-বোন এবং মুমূর্ষু রোগীরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানায়, প্রায় ২ বছর আগে বর্তমান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর নারানগিরি বৌদ্ধ বিহার উদ্বোধনে এসে এই খালের ওপর সেতু নির্মাণের আশ্বাসের পরও তা বাস্তবায়ন হয়নি।

রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, নারানগিরি খালের ওপর ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত স্কুলপড়ুয়া ছেলেমেয়েসহ গ্রামবাসী চলাচল করে।

বর্ষায় সাঁকোটি তিনি একাধিকবার মেরামত করে দিয়েছেন। এই খালের ওপর সেতু হলে এখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এলজিইডি একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

এলজিইডি কাপ্তাইয়ের সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘করোনার কারণে এত দিন এই সেতুর নির্মাণকাজ পিছিয়ে ছিল। তবে শিগগিরই আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত