Ajker Patrika

অর্ডার নিয়ে পণ্য না পাঠিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ০০
অর্ডার নিয়ে পণ্য না পাঠিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

অনলাইনে ই-কমার্স প্রতিষ্ঠান খুলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফাল্গুনী শপ ডটকমের সিইও পাভেল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া বাকি ব্যক্তিরা হলেন—সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল হাসান ও ফারজানা আক্তার মিম।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজ্জাম্মেল হক। তিনি জানান, পাভেলসহ অন্যদের গ্রেপ্তারের সময় ফাল্গুনী শপ ডটকমের অফিস থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২৪ ক্যান বিয়ার, চার বোতল দেশি মদ, একটি প্রাইভেটকার, কম্পিউটার, প্রিন্টার, বিপুল পরিমাণ এন-৯৫ মাস্ক, ১০০টি ইনভয়েস, ৩০টি চেক বই, ৮০টি সিল ও বিপুল পরিমাণ বিজ্ঞাপনের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

ডিআইজি মোজাম্মেল আরও জানান, ফাল্গুনী শপ ডটকম, অরিমপো ডটকম ও টেক ফ্যামিলি ডটকমের নামের একাধিক ই-কমার্স সাইট খুলে নিত্যপণ্যের বাজার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে মূল্য নির্ধারণ করে তা অনলাইনে প্রচার করে সাধারণ লোকজনদের আকৃষ্ট করত। পরবর্তী সময়ে সাধারণ লোকজন তার দেওয়া বিজ্ঞাপন দেখে স্বল্পমূলে পণ্য পাওয়ার আশায় তাঁর সঙ্গে যোগাযোগ করত। চক্রের মূল হোতা পাভেল তাঁর সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন প্রতারণামূলকভাবে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করেছেন। পাভেল হোসেন ৫০ থেকে ৬০ হাজার সাধারণ মানুষের কাছ থেকে এভাবে পণ্য দেওয়ার কথা বলে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি প্রায় ২৮টি কথিত নামসর্বস্ব কোম্পানির এমডি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তবে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

র‍্যাব আরও জানায়, ২০০৯ সালে এইচএসসি অধ্যয়নরত অবস্থায় অস্ত্রসহ র‍্যাবের কাছে গ্রেপ্তার হন পাভেল। তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। একটি প্রজেক্টে কিছুদিন কাজ করার পর নিজেই ঠিকাদারি ব্যবসায় নামেন পাভেল। পরে একজনের মাধ্যমে অনলাইন ব্যবসা শুরু করেন। কয়েকজন অংশীদার নিয়ে ফাল্গুনী শপ ডটকম নামে একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করে ব্যবসা শুরু করেন। ব্যবসার শুরুতেই পাভেলের অন্য অংশীদারগণ তাঁর এই গ্রাহক ঠকানোর বিষয়টি বুঝতে পারে ও তারা তাঁর বিরুদ্ধে থানায় জিডি করে অ্যাফিডেভিট করে উকিল নোটিশ পাঠিয়ে যৌথ ব্যবসা থেকে সরে যায়।

র‍্যাব-৪-এর অধিনায়ক বলেন, ২০১৯ সাল থেকে পাভেল হোসেনের নিজস্ব ব্যাংক হিসাব থেকে প্রায় চার কোটির অধিক টাকা লেনদেন হয়েছে। পাভেল অনলাইন শপের নামে কোনো ব্যাংক হিসাব না খুলে তার নিজস্ব ব্যাংক হিসাবে ক্রেতাদের কাছ থেকে টাকা গ্রহণ করে অন্যত্র স্থানান্তর বা জমি ও প্লট কিনত। পাভেল নিজে ও তাঁর স্ত্রী পলাতক রিতা আক্তার ব্যবসায়িক পার্টনার। বর্তমানে তাঁর স্ত্রী রিতা আক্তার টেক ফ্যামিলি ডটকম নামসহ আরও সাত থেকে আটটি কোম্পানি খোলার পাঁয়তারা করছেন বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত