Ajker Patrika

শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল ৬৬ শতাংশ

আজকের পত্রিকা ডেস্ক
শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল ৬৬ শতাংশ

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জরুরি আর্থিক সহায়তা পেতে গত বৃহস্পতিবার সরকার এ দাম বাড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেল আউট ঋণ নেওয়ার চেষ্টা করছে। পূর্বশর্ত হিসেবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বৃহস্পতিবার মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেন।

গত বছরও দেশটিতে বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বেড়েছিল। আগের বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের একই সময়ে ৫৪ শতাংশ বেশি মূল্যস্ফীতি হয়েছে দেশটিতে। জনগণের ওপর ৩৬ শতাংশ পর্যন্ত আয়কর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়াতে মানুষের দুর্ভোগ আরও বাড়ল।

উইজেসেকেরা সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি, বিদ্যুতের দাম বাড়ানোর এই উদ্যোগ জনগণের জন্য কষ্টকর হবে। বিশেষ করে দরিদ্রদের জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত