Ajker Patrika

‘সন্তানদের সৎ নাগরিক হিসেবে গড়ে তুলুন’

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩: ২৭
‘সন্তানদের সৎ নাগরিক   হিসেবে গড়ে তুলুন’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘শিক্ষা ছাড়া কোনো এলাকা উন্নত হতে পারে না। তাই আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সৎ নাগরিক হিসেবে গড়ে তুলুন। আমি হাওরের মানুষ, সারা জীবন আমি হাওর নিয়ে চিন্তা করেছি। আমার স্বপ্ন অনেক ছিল, আজ এর আংশিক পূরণ হয়েছে। হাওরে রাস্তাঘাট হয়েছে। যাঁরা একসময় হাওরকে অবহেলা করতেন, তাঁরা দল বেঁধে হাওর ঘুরতে আসছেন।’

রাষ্ট্রপতি গত শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার সময় এসব কথা বলেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ও জাতির কল্যাণে জনপ্রতিনিধিদের আরও বেশি কাজ করার আহ্বান করে বলেন, ‘জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না, বরং কমে। হাওরে পর্যটকের সংখ্যা যত বাড়বে, ততই হাওরের উন্নয়ন হবে।’

তাই পর্যটকদের সুবিধার্থে হাওরে হোটেল ও রিসোর্ট সেন্টার গড়ে তুলতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত