দিনাজপুর প্রতিনিধি
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের ৪ উপজেলার ২২টি ইউনিয়নে ভোটের প্রচার জমে উঠেছে। শেষ সময়ে প্রার্থীরা শোডাউন আর নিজের সেরা অবস্থান জানান দিতে মিছিল-সমাবেশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, আশ্বাস আর প্রতিশ্রুতির অভাব নেই। নিজেকে যোগ্য প্রমাণ করতে করছেন আপ্রাণ চেষ্টা। ভোটে নতুনেরা চাইছেন পরিবর্তন, নিজের বিজয়ের মাধ্যমেই হতে পারে সব সমস্যার সমাধান। আর পুরোনোরা বলছেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাদের বিকল্প নেই।
চার উপজেলার সব কটি ইউনিয়নে এবার ইভিএমে ভোট হবে। নতুন এ পদ্ধতির ভোটার ও প্রার্থীদের অনেকের ভেতর রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। তবে, সব ছাপিয়ে সুষ্ঠু ভোট হলে জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাইকিং ও ব্যান্ড পার্টি দিয়ে নির্বাচন এলাকায় প্রচার চালানো হচ্ছে। আগামী (২৯ জানুয়ারি) শনিবার ভোটারদের জন্য ভোটদান পদ্ধতি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ভোটারসহ সচেতন মহলে। কেননা, ভোটের প্রচারে প্রশাসনের বিধি-নিষেধ সত্ত্বেও হচ্ছে জনসমাগম, নেই স্বাস্থ্য সচেতনতা। জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ তো নিজেদেরই। তাই নিজেদের প্রয়োজনেই সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে।
ভোটের প্রচারণা কিংবা ভোটকেন্দ্রে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। অতিরিক্ত জনসমাগম পরিহার করে চলতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীরা তাঁদের ভোটারদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করতে পারে।
জানা যায়, চার উপজেলার ২২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১ হাজার ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরল উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৯২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া বীরগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন ও ৮৬ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি এ ৪ উপজেলায় ভোট হবে।
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের ৪ উপজেলার ২২টি ইউনিয়নে ভোটের প্রচার জমে উঠেছে। শেষ সময়ে প্রার্থীরা শোডাউন আর নিজের সেরা অবস্থান জানান দিতে মিছিল-সমাবেশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, আশ্বাস আর প্রতিশ্রুতির অভাব নেই। নিজেকে যোগ্য প্রমাণ করতে করছেন আপ্রাণ চেষ্টা। ভোটে নতুনেরা চাইছেন পরিবর্তন, নিজের বিজয়ের মাধ্যমেই হতে পারে সব সমস্যার সমাধান। আর পুরোনোরা বলছেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাদের বিকল্প নেই।
চার উপজেলার সব কটি ইউনিয়নে এবার ইভিএমে ভোট হবে। নতুন এ পদ্ধতির ভোটার ও প্রার্থীদের অনেকের ভেতর রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। তবে, সব ছাপিয়ে সুষ্ঠু ভোট হলে জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাইকিং ও ব্যান্ড পার্টি দিয়ে নির্বাচন এলাকায় প্রচার চালানো হচ্ছে। আগামী (২৯ জানুয়ারি) শনিবার ভোটারদের জন্য ভোটদান পদ্ধতি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ভোটারসহ সচেতন মহলে। কেননা, ভোটের প্রচারে প্রশাসনের বিধি-নিষেধ সত্ত্বেও হচ্ছে জনসমাগম, নেই স্বাস্থ্য সচেতনতা। জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ তো নিজেদেরই। তাই নিজেদের প্রয়োজনেই সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে।
ভোটের প্রচারণা কিংবা ভোটকেন্দ্রে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। অতিরিক্ত জনসমাগম পরিহার করে চলতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীরা তাঁদের ভোটারদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করতে পারে।
জানা যায়, চার উপজেলার ২২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১ হাজার ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরল উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৯২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া বীরগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন ও ৮৬ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি এ ৪ উপজেলায় ভোট হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪