সম্পাদকীয়
অরুণাচল বসু ছিলেন কবি, অনুবাদক ও সংগঠক। তাঁর জন্ম ১৯২৩ সালের ১২ সেপ্টেম্বর যশোরের ডোঙ্গাঘাটা গ্রামে।
শৈশবে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। ছোটবেলা থেকেই ছবি আঁকায় দারুণ দক্ষ ছিলেন। বেলেঘাটার দেশবন্ধু হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বন্ধুত্ব হয়েছিল কবি সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে। এর পর থেকেই দুজনে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। কিশোর বয়সে সুকান্তের প্রভাবে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। রাজনীতির কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। জীবন চালানোর প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছিল তাঁকে। তিনি পার্টির পত্রিকা ‘স্বাধীনতা’য় প্রুফ রিডারের চাকরি করেছিলেন। এরপর ‘সোভিয়েত দেশ’ পত্রিকা ফেরি করে বিক্রি করেছেন। একসময় লন্ড্রি ব্যবসাও করেছেন। তবে তিনি কখনো রাজনৈতিক আদর্শ এবং কবিসত্তাকে বিসর্জন দেননি।
একসময় প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে আসেন। তাঁর জীবৎকালে ‘পলাশের কাল’ ও ‘দূরান্ত রাধা’ নামের মাত্র দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তাঁর প্রবন্ধের বই ‘কবি কিশোর সুকান্ত’, ‘সুকান্ত: জীবন ও কাব্য’ প্রভৃতি।
তিনি অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। অধিকাংশই রাশিয়ান কবিতার অনুবাদ করেছেন। এর বাইরে অন্য ভাষার কবিতাও অনুবাদ করেছেন। তাঁর কাব্যচর্চার ফসল বিভিন্ন পত্রপত্রিকায় এবং পাণ্ডুলিপিতে ছড়িয়ে রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকার জন্য প্রচ্ছদ এবং প্রচুর ছবি এঁকেছেন। মৃত্যুর প্রায় ২৭ বছর পরে তাঁর রচিত কবিতা, গান ও অনুবাদ নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল ‘অরুণাচল বসুর সংকলিত কবিতা’ নামে।
তিনি একজন সংগ্রাহকও ছিলেন। বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দেশ-বিদেশের বেশ কিছু আঁকা ছবির কপি তিনি সংগ্রহ করেছিলেন। তাঁর জীবনের অন্যতম কৃতিত্ব হলো ‘নতুন সংস্কৃতি’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করা। এক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্যই তিনি এই সংগঠনটি গড়ে তুলেছিলেন।
অরুণাচল বসু ১৯৭৫ সালের ২৪ জুলাই মৃত্যুবরণ করেন।
অরুণাচল বসু ছিলেন কবি, অনুবাদক ও সংগঠক। তাঁর জন্ম ১৯২৩ সালের ১২ সেপ্টেম্বর যশোরের ডোঙ্গাঘাটা গ্রামে।
শৈশবে তিনি পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান। ছোটবেলা থেকেই ছবি আঁকায় দারুণ দক্ষ ছিলেন। বেলেঘাটার দেশবন্ধু হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বন্ধুত্ব হয়েছিল কবি সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে। এর পর থেকেই দুজনে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। কিশোর বয়সে সুকান্তের প্রভাবে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। রাজনীতির কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। জীবন চালানোর প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছিল তাঁকে। তিনি পার্টির পত্রিকা ‘স্বাধীনতা’য় প্রুফ রিডারের চাকরি করেছিলেন। এরপর ‘সোভিয়েত দেশ’ পত্রিকা ফেরি করে বিক্রি করেছেন। একসময় লন্ড্রি ব্যবসাও করেছেন। তবে তিনি কখনো রাজনৈতিক আদর্শ এবং কবিসত্তাকে বিসর্জন দেননি।
একসময় প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে আসেন। তাঁর জীবৎকালে ‘পলাশের কাল’ ও ‘দূরান্ত রাধা’ নামের মাত্র দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তাঁর প্রবন্ধের বই ‘কবি কিশোর সুকান্ত’, ‘সুকান্ত: জীবন ও কাব্য’ প্রভৃতি।
তিনি অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। অধিকাংশই রাশিয়ান কবিতার অনুবাদ করেছেন। এর বাইরে অন্য ভাষার কবিতাও অনুবাদ করেছেন। তাঁর কাব্যচর্চার ফসল বিভিন্ন পত্রপত্রিকায় এবং পাণ্ডুলিপিতে ছড়িয়ে রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকার জন্য প্রচ্ছদ এবং প্রচুর ছবি এঁকেছেন। মৃত্যুর প্রায় ২৭ বছর পরে তাঁর রচিত কবিতা, গান ও অনুবাদ নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল ‘অরুণাচল বসুর সংকলিত কবিতা’ নামে।
তিনি একজন সংগ্রাহকও ছিলেন। বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দেশ-বিদেশের বেশ কিছু আঁকা ছবির কপি তিনি সংগ্রহ করেছিলেন। তাঁর জীবনের অন্যতম কৃতিত্ব হলো ‘নতুন সংস্কৃতি’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করা। এক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্যই তিনি এই সংগঠনটি গড়ে তুলেছিলেন।
অরুণাচল বসু ১৯৭৫ সালের ২৪ জুলাই মৃত্যুবরণ করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪