Ajker Patrika

শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৫৮
শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার তৃণমূল কারুপণ্যের সার্বিক সহযোগিতায় সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ছভাগিয়ায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামুল হক।

বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক, তৃণমূল কারুপণ্যের উদ্যোক্তা আইনুন্নাহার প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, বিশ্ব অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্ব ব্যাংক ও আইএম মানোন্নয়নে বাংলাদেশের অর্থনীতির চাকা অনুকরণীয়ভাবে এগিয়ে যাচ্ছে। ২০০৯ সালে দেশের অর্ধেক মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে যা এখন ২০ থেকে ৩০ শতাংশে এ নেমে এসেছে। মাত্র ৯ বছরে দারিদ্র্যের হার নেমে আসা বিশ্বের কাছে অসাধারণ সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত