Ajker Patrika

অপরাধীর চরিত্রে তানজিকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অপরাধীর চরিত্রে তানজিকা

মিডিয়ায় কাজ করছেন প্রায় দুই দশক। তবে এ বছরের শুরুতে আশফাক নিপুনের ‘মহানগর ২’ ওয়েব সিরিজ রিলিজের পর আলোচনার কেন্দ্রে চলে আসেন তানজিকা আমিন। দিব্য জ্যোতির বড় বোন মিতু চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করে সবাইকে। শোবিজের মানুষ থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের ‘আপা’ হয়ে উঠেছিলেন তানজিকা আমিন। এর পর থেকে ওয়েবে ব্যস্ততা বেড়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি শেষ করেছেন ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’-এর শুটিং। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন অপরাধীর চরিত্রে।

তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্প নিয়ে ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্মটি বানাচ্ছেন ফরহাদ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী একত্র হয়েছে একটি অভিন্ন লক্ষ্য নিয়ে; যার জন্য তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। এতে তানজিকা আমিনের সঙ্গে আরও অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, নীল হুরেজাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা প্রমুখ।

নির্মাতা ফরহাদ আহমেদ বলেন, তিনজন নারীর গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। একসময়ে তারা জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে নানা বাধা-বিপত্তি। তবু নিজেদের লক্ষ্য পূরণে নামে তারা।

শেষ পর্যন্ত চুমকি, নীলা ও বীথি তাদের লক্ষ্য পূরণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? নাকি অপরাধী হিসেবে ক্রিমিনাল পরিচয়টাই বয়ে বেড়াতে হবে আজীবন? জানার জন্য অপেক্ষা করতে হবে ওয়েব সিনেমাটির মুক্তি পর্যন্ত। আলফা আই স্টুডিও প্রযোজিত সিনেমাটি আগামী বছর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রকাশ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত