Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
  • সম্পূর্ণা ২ (বাংলা সিরিজ)
অভিনয়: সোহিনী সরকার, রাজনন্দিনী পাল
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: সিরিজের প্রথম সিজনে দেখা গেছে, স্বামীর হাতে রাজনন্দিনীর নিপীড়িত হওয়ার ঘটনা। প্রতিদিন নিপীড়িত হলেও তার কথা কানে তুলত না কেউ। উল্টো দোষ পড়ত তার ঘাড়ে। এমন পরিস্থিতিতে রাজনন্দিনীর পাশে দাঁড়ায় বাড়ির বড় বউ সোহিনী। সোহিনীর সেই লড়াইয়ের গল্পটাই ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। একসময় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সোহিনী। এরপর কী হয় তার সঙ্গে? এবার সোহিনীর নিজের জীবনের লড়াইটা নিয়ে তৈরি হয়েছে সিজন ২।
  • কুশি (তেলুগু সিনেমা)
অভিনয়: বিজয় দেবরাকোন্ডা, সামান্থা রুথ প্রভু
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বিপ্লো (বিজয় দেবরাকোন্ডা) বিএসএনএল-এর একজন কর্মচারী। কাশ্মীরে পোস্টিং হয় তার। সেখানে আরা বেগমকে (সামান্থা) দেখে প্রেমে পড়ে যায় সে। আরা একজন মুসলিম জেনেও তাকে ভালোবেসে ফেলে। আরাও প্রেমে পড়ে যায় বিপ্লোর। এক সময় প্রকাশ পায় আসল সত্য। জানা যায়, আরা বেগম আসলে মুসলিম নয়, বরং একজন ব্রাহ্মণ, তার আসল নাম আরাধ্য। বড়দের অমতেই বিয়ে করে ফেলে বিপ্লো ও আরাধ্য। এরপর দুই পরিবারের দ্বন্দ্ব বাড়তে থাকে ক্রমশ।
  • তুমসে না হো পায়েগা (হিন্দি সিনেমা)
অভিনয়: ইশক সিং, মহিমা, গৌরব পান্ডে
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: পাঁচ বছর ধরে একটি প্রাইভেট ফার্মে চাকরি করছে কম্পিউটার ইঞ্জিনিয়ার গৌরব। বছরের পর বছর একই কাজ করতে করতে বিরক্ত সে। নিজের কাজ নিয়ে তাই নানা কটূক্তি করে সে। সেই কটূক্তি বসের কানে যেতেই চাকরি থেকে বের করে দেয় গৌরবকে। এবার নিজের বিজনেস শুরু করে গৌরব। খাবার সরবরাহের বিজনেস। কাণ্ড দেখে সবার মাথায় হাত। কোথায় কম্পিউটার ইঞ্জিনিয়ার! কোথায় ফুড ডেলিভারিম্যান! কী হবে এই ছেলেকে দিয়ে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত