Ajker Patrika

বিশ্ববিদ্যালয় জীবনের গল্পে দীর্ঘ ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বিশ্ববিদ্যালয় জীবনের গল্প নিয়ে আগেও বেশ কিছু ধারাবাহিক তৈরি হয়েছে। এসব নাটকে তুলে ধরা হয়েছে ক্যাম্পাসে ঘটে যাওয়া প্রতিদিনের চিত্র। এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে আরেকটি দীর্ঘ ধারাবাহিক। ‘ক্যাম্পাস’ নামের নাটকটি বানাচ্ছেন তুহিন হোসেন। শুটিং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ধারাবাহিকটি নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, খুনসুটি, তর্ক—অনেক ঘটনা থাকে।

যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সবার জীবনেই কমবেশি এমন ঘটনা আছে। সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে। অনেকেই নস্টালজিক হয়ে পড়বেন। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের পুরো ঘটনা সঠিকভাবে দেখানো যায় না। তাই ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’

ক্যাম্পাস ধারাবাহিকে অভিনয় করছেন রওনক হাসান, সুষমা সরকার, নাজিয়া হক অর্ষা, আহসান হাবিব নাসিম, চাষী আলম, পাভেল, শিবলী নোমান, ফারজানা মিহি, নাইমা মাহা প্রমুখ। প্রাথমিকভাবে নাটকটি সাজানো হয়েছে ১০৪ পর্বে। প্রচারের পর দর্শকের সাড়া পেলে বাড়তে পারে পর্বের সংখ্যা। ইতিমধ্যে শেষ হয়েছে ১৬ পর্বের শুটিং।

নির্মাতা তুহিন বলেন, ‘অভিনয়শিল্পীরা আমাকে অনেক সহায়তা করছেন। নাটকের গল্প শুনে আরও অনেক অভিনয়শিল্পী কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। যদি দর্শকের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়, তাহলে এ ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় শিল্পীকে দেখা যেতে পারে।’

ধারাবাহিকটি নির্মাণের ক্ষেত্রে নির্মাতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেট। নির্মাতা বলেন, ‘দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করতে অনেক বাজেট প্রয়োজন। এ ছাড়া রাজশাহীতে পুরো ইউনিট নিয়ে শুটিং করাও ব্যয়বহুল। টিভি চ্যানেল থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে বাণিজ্যিক একটা বিষয় সব সময় থাকে। এ কারণে নাটকটি দর্শকের পছন্দ হওয়া অনেক বড় ব্যাপার।’

নির্মাতা জানান, আগামী ৪ নভেম্বর রাজশাহীতে শুরু হবে নাটকের দ্বিতীয় লটের শুটিং। সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন দেখা যাবে ক্যাম্পাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত