Ajker Patrika

সাহু সিজদা করবেন যেভাবে

মুহাম্মাদ ইমরান মুস্তফা
সাহু সিজদা করবেন যেভাবে

সহজ ও সৌন্দর্যের মহিমায় উদ্ভাসিত ইসলামের প্রতিটি বিধান। আল্লাহ সহজকেই মানুষের জন্য পছন্দ করেন, অসাধ্য কিছু মানুষের ওপর তিনি চাপিয়ে দেন না। নামাজ আল্লাহ প্রদত্ত একটি মহিমান্বিত বিধান। ইসলামে ইমানের পর নামাজের গুরুত্ব সর্বাধিক। তাই এতে উদাসীনতা মোটেও কাম্য নয়। সচেতন ইমানদার মাত্রই নামাজের প্রতি সর্বোচ্চ যত্নশীল।

শয়তানের কুমন্ত্রণায় কখনো কখনো নামাজিকে উদাসীনতা পেয়ে বসে। বেখেয়াল ও অনিচ্ছায় নামাজে ভুল করে বসেন। নামাজে সংঘটিত অনিচ্ছাকৃত ভুলের ক্ষতিপূরণ দিতেই ইসলাম দিয়েছে একটি সহজ বিধান—সাহু সিজদা। নামাজিদের কাছে এটি একটি পরিচিত পরিভাষা। যে কাজগুলো নামাজে ওয়াজিব। যেমন সুরা ফাতিহা পড়া, তার সঙ্গে অন্য একটি সুরা পড়া, ফরজের ধারাবাহিকতা ঠিক রাখা, দুইয়ের বেশি রাকাতবিশিষ্ট নামাজে মধ্যবর্তী বৈঠক করা, প্রতিটি বৈঠকে তাশাহ্হুদ পড়াসহ প্রভৃতি কাজ অনিচ্ছাকৃত ছুটে গেলে, সে ভুলের মাশুল হিসেবে নামাজের শেষে দুটি অতিরিক্ত সিজদা করতে হয়। এটিকেই বলে সাহু সিজদা। (মুসলিম, আবু দাউদ ও নাসায়ি)

সাহু সিজদার সঠিক নিয়ম হলো, নামাজের শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবে। এরপর অন্যান্য সিজদার মতো দুটি সিজদা করবে। তারপর বসে পুনরায় তাশাহ্হুদ, দরুদে ইবরাহিম ও দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফেরাবে। এতেই অনিচ্ছাকৃত সেই ভুল কেটে যাবে। নামাজ পুনরায় আদায় করতে হবে না। (ফাতাওয়ায়ে শামি)

তবে নামাজের ওয়াজিব কাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সাহু সিজদা যথেষ্ট হবে না। বরং নামাজ আবার আদায় করতে হবে। কারণ সাহু সিজদার অর্থই হচ্ছে, ভুলের কারণে সিজদা। তাই যে ব্যক্তি ইচ্ছে করে ওয়াজিব ছেড়ে দিয়েছে, তার জন্য সাহু সিজদা যথেষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত