Ajker Patrika

চমেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৫৫
চমেকে ইন্টার্ন চিকিৎসক  পরিষদের নতুন কমিটি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ২০২১-২২ বর্ষের জন্য ডা. কে এম তানভীর সভাপতি ও ডা. মো. খোরশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

গতকাল সোমবার সকালে এক বছরমেয়াদি ৩২ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। সদ্য পাস করে বের হওয়া চিকিৎসকদের সমর্থন নিয়ে গঠিত হয় এই কমিটি। পরে তা চমেকের পরিচালকের দপ্তরে জমা দেওয়ার পর তাঁর সম্মতির ভিত্তিতে কমিটি কার্যকর হয়।

কমিটির সভাপতি ডা. কে এম তানভীর আজকের পত্রিকাকে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণ ও রোগীদের সেবায় কাজ করবে এ কমিটি। দরিত্র ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন তাঁরা।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ডা. মিসবাহ উদ্দিন জিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইমন সিকদার, সাংগঠনিক সম্পাদক ডা. ওবায়দুল হক ওবায়েদ, ডা. রেজাউল করিম শ্রাবণ, অর্থ সম্পাদক ডা. শাশ্বত মজুমদার আকাশ, দপ্তর সম্পাদক ডা. ফয়সল বিন জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার ইসলাম ইমন, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. সাকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী তামিম, সাংস্কৃতিক সম্পাদক ডা. ফারজানা আহমেদ দুলালী। অন্য ১৯ জন কমিটির কার্যকরি সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত