Ajker Patrika

আ.লীগের সম্মেলন ঘিরে ফরিদপুরে ব্যাপক প্রস্তুতি

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১১: ১৯
আ.লীগের সম্মেলন ঘিরে ফরিদপুরে ব্যাপক প্রস্তুতি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ মে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিতে বর্তমানে চলছে তোড়জোড়। সম্মেলনে প্রায় ২০ হাজার নেতা-কর্মী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সম্মেলনের মঞ্চ তৈরিতেই ব্যয় করা হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। এক লাখ পাঁচ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি মঞ্চে ১৫ হাজার চেয়ারে বসার ব্যবস্থা থাকছে। কালবৈশাখীর চিন্তা মাথায় রেখে মূল মঞ্চের কিছু অংশজুড়ে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ; যাতে ঝড়েও থেমে না যায় সম্মেলনের কার্যক্রম।

জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সম্মেলনে জেলার নয়টি উপজেলা ছাড়াও বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন তাঁরা। তাঁদের জন্য ওই দিন দুপুরে খাবারের ব্যবস্থাও করা হবে।

সম্মেলনের মঞ্চ তৈরির কাজ করছে নূর ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠান। ওই ডেকোরেটরের মালিক নূরুল ইসলাম বলেন, ‘এক লাখ পাঁচ হাজার বর্গফুটের এই মঞ্চ তৈরিতে প্রতিদিন দিনরাত মিলিয়ে ৫০ জন শ্রমিক কাজ করছেন। প্রায় এক মাস লাগে এমন মঞ্চ তৈরিতে। তবে সময় কম পেয়েছি। এ জন্য দিনরাত কাজ করতে হচ্ছে।’

নূরুল ইসলাম আরও জানান, ১৫ হাজার বাঁশ এবং ৫০টি বৈদ্যুতিক খুঁটি দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরিতেই ব্যয় হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা।

সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক এবং অর্থ কমিটির সদস্য ঝর্ণা হাসান বলেন, ‘ফরিদপুর বঙ্গবন্ধুর জেলা। এ জন্য এখানে জাঁকজমকপূর্ণ সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজার বিশেক নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট রয়েছে।’

মঞ্চ তৈরিতে ব্যয়ের ব্যাপারে ঝর্ণা হাসান বলেন, এখন সবকিছুর দামই বেড়েছে। তাই মঞ্চ তৈরিতে সব মিলিয়ে একটি ভালো অ্যামাউন্টই ব্যয় হবে। তবে ঠিক কী পরিমাণ টাকা এতে খরচ হবে সেটি তিনি নির্দিষ্ট করে জানাননি।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, সম্মেলন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতিই নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। মঞ্চ তৈরির কাজও ভালোভাবেই এগিয়ে চলছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, ‘সম্মেলন সফল ও সার্থক করে তুলতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা সর্বাত্মক শ্রম দিয়ে যাচ্ছেন। কোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত