Ajker Patrika

সাইকেল র‍্যালিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ২৫
সাইকেল র‍্যালিতে পুলিশের বাধা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাইকেল র‍্যালিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। তবে বাধা উপেক্ষা করেও র‍্যালি করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে রামপুরার একরামুন্নেসা স্কুলের সামনে থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এ র‍্যালি করে আন্দোলনকারীরা।

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে তিনটার দিকে রামপুরা ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের বড় একটি অংশ সাইকেল নিয়ে জড়ো হয়। রাস্তার পশ্চিম প্রান্ত থেকে সাইকেল নিয়ে পূর্ব পাশে আসার সময় প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালনের ব্যাপারে অনড় থাকে। এ সময় অনুমতি ছাড়া র্যালি করা যাবে না মর্মে বাধার পক্ষে সাফাই গাইতে থাকেন পুলিশ সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সড়কে এমন কর্মসূচি পালন করতে হলে আগে অনুমতি নিতে হয়। তোমাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হবে।’ এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উপস্থিত সোহাগী সামিয়া বলে, ‘সড়কে প্রতিদিন সাইকেল চলে, সব ধরনের যানবাহন চলছে। সেখানে তো কোনো অনুমতির প্রয়োজন হয় না।’ একপর্যায়ে রামপুরা পুলিশ বক্সের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাইকেল র‍্যালি নিয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে নটর ডেম কলেজের দিকে রওনা দেয়। র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাইকেলের সামনে বিভিন্ন দাবিদাওয়া-সংবলিত প্ল্যাকার্ড ঝোলাতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত