নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবাই জানত বাস বন্ধ থাকলেও লঞ্চ চলছে। গন্তব্যে পৌঁছাতে গতকাল শনিবার সকাল থেকে থেকেই মানুষ ছুটছিল লঞ্চঘাটে। এর মধ্যেই পূর্ব কোনো ঘোষণা ছাড়াই দুপুরে হুট করে সারা দেশে লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এতে রাজধানীর সদরঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় লঞ্চ টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন হাজারো যাত্রী।
লঞ্চ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বাড়ানোয় আমরাও লঞ্চভাড়া বাড়াতে সরকারকে
চিঠি দিয়েছি। কিন্তু বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি। ফলে মালিকেরা ক্ষুব্ধ হয়ে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আজ রোববার বিকেল তিনটার দিকে লঞ্চ মালিক সমিতির সঙ্গে বিআইডব্লিউটিএর ভাড়া নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে লঞ্চ মালিক সমিতির নেতাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন নেতারা। সেই কারণে তাঁরা লঞ্চ বন্ধ করে দিয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা। ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
গতকাল বিকেলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, পন্টুনে হাজারে মানুষের ভিড়। কিন্তু ঘাটে কোনো লঞ্চ নেই। ঘাট থেকে সব লঞ্চ সরিয়ে নিয়ে নোঙর করা হয়েছে মাঝনদীতে। লঞ্চ মালিকদের প্রতিনিধিরা ঘাটে আসা যাত্রীদের ফিরিয়ে দিচ্ছেন। তারপরও সন্ধ্যা পর্যন্ত ঘাটে আসতে থাকেন যাত্রীরা। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ফিরতে থাকেন সবাই।
বাস বন্ধ থাকায় জরুজি কাজের জন্য লঞ্চে করে চাঁদপুর থেকে গতকাল সকালে ঢাকায় এসেছিলেন নাজমুল ইসলাম নামের এক যাত্রী। কাজ শেষ করে বিকেলের লঞ্চে আবার চাঁদপুর ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু হটাৎ লঞ্চ বন্ধে সদরঘাট থেকে তাঁকে ফিরে যেতে দেখা যায়।
নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এ ভোগান্তির দাম কে দেবে? জরুজি কাজ শেষ করে বাড়ি যেতে পারলাম না। মালিকদের ইচ্ছে হলে লঞ্চ চালায়, ইচ্ছা না হলে বন্ধ রাখে। আমরা কোন দেশে বাস করি। সরকার কি এসব দেখে না? নাকি দেখেও না দেখার ভান করে। এখন আমি কীভাবে চাঁদপুর যাব তা বুঝতে পারছি না।’
সবাই জানত বাস বন্ধ থাকলেও লঞ্চ চলছে। গন্তব্যে পৌঁছাতে গতকাল শনিবার সকাল থেকে থেকেই মানুষ ছুটছিল লঞ্চঘাটে। এর মধ্যেই পূর্ব কোনো ঘোষণা ছাড়াই দুপুরে হুট করে সারা দেশে লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এতে রাজধানীর সদরঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় লঞ্চ টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন হাজারো যাত্রী।
লঞ্চ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বাড়ানোয় আমরাও লঞ্চভাড়া বাড়াতে সরকারকে
চিঠি দিয়েছি। কিন্তু বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি। ফলে মালিকেরা ক্ষুব্ধ হয়ে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আজ রোববার বিকেল তিনটার দিকে লঞ্চ মালিক সমিতির সঙ্গে বিআইডব্লিউটিএর ভাড়া নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে লঞ্চ মালিক সমিতির নেতাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন নেতারা। সেই কারণে তাঁরা লঞ্চ বন্ধ করে দিয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা। ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
গতকাল বিকেলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, পন্টুনে হাজারে মানুষের ভিড়। কিন্তু ঘাটে কোনো লঞ্চ নেই। ঘাট থেকে সব লঞ্চ সরিয়ে নিয়ে নোঙর করা হয়েছে মাঝনদীতে। লঞ্চ মালিকদের প্রতিনিধিরা ঘাটে আসা যাত্রীদের ফিরিয়ে দিচ্ছেন। তারপরও সন্ধ্যা পর্যন্ত ঘাটে আসতে থাকেন যাত্রীরা। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ফিরতে থাকেন সবাই।
বাস বন্ধ থাকায় জরুজি কাজের জন্য লঞ্চে করে চাঁদপুর থেকে গতকাল সকালে ঢাকায় এসেছিলেন নাজমুল ইসলাম নামের এক যাত্রী। কাজ শেষ করে বিকেলের লঞ্চে আবার চাঁদপুর ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু হটাৎ লঞ্চ বন্ধে সদরঘাট থেকে তাঁকে ফিরে যেতে দেখা যায়।
নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এ ভোগান্তির দাম কে দেবে? জরুজি কাজ শেষ করে বাড়ি যেতে পারলাম না। মালিকদের ইচ্ছে হলে লঞ্চ চালায়, ইচ্ছা না হলে বন্ধ রাখে। আমরা কোন দেশে বাস করি। সরকার কি এসব দেখে না? নাকি দেখেও না দেখার ভান করে। এখন আমি কীভাবে চাঁদপুর যাব তা বুঝতে পারছি না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫