Ajker Patrika

ইফতার পার্টিতে চাঁদের হাট

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ১৭
Thumbnail image

রমজান মাস এলেই বলিউড ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায় বাবা সিদ্দিকির ইফতার পার্টির জন্য। ইফতার নিয়ে নানা জনের নানা আয়োজন থাকলেও বাবা সিদ্দিকির ইফতার পার্টি নিয়ে তারকাদের মাঝে রয়েছে বিশেষ আগ্রহ। তারকা, কলাকুশলী, পরিচালক, প্রযোজকদের পুনর্মিলনীতে পরিণত হয় সেই সন্ধ্যা। এবারও ব্যতিক্রম হয়নি।

রোববার বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বসেছিল চাঁদের হাট। শাহরুখ-সালমান থেকে শুরু করে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা, শেহনাজ গিল, শিল্পা শেঠি, রাকুল প্রীত সিং, পূজা হেগড়ে, ঊর্মিলা মাতন্ডকরসহ অনেকে। এসেছিলেন সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানও। উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনয়শিল্পীরা।

পূজা হেগড়েসালমান ও শাহরুখ খানও এসেছিলেন অল ব্ল্যাক লুকে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানের নায়িকা পূজা হেগড়েও এসেছিলেন কালো শাড়িতে। শিগগির মা হতে যাওয়া গওহর খানকেও দেখা গেছে। সবুজ পোশাকে বেবি বাম্পসহ গওহরের ছবি ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানাচ্ছেন অনুরাগীরা। প্রতিবারের মতো এবার ইফতার পার্টিতেও ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। বাবা সিদ্দিকি নিজেই তদারক করেন সবকিছু।

কে এই বাবা সিদ্দিকি
বলিউডের সঙ্গে বাবা সিদ্দিকির কোনো সম্পর্ক নেই। তিনি রাজনীতিবিদ। মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনবার। ১৯৯৯, ২০০৪ ও ২০০৯ সালে পরপর ভোটে জিতেছেন কংগ্রেসের টিকিটে। তবে বলিউডের তারকাদের সঙ্গে তাঁর অগাধ ঘনিষ্ঠতা। মনে করা হয়, যখনই কোনো তারকা বিপাকে পড়েছেন, সাহায্য নিয়েছেন বাবা সিদ্দিকির কাছ থেকেই। শুধু শাহরুখ-সালমান নয়, সঞ্জয় দত্তের সঙ্গেও রয়েছে ঘনিষ্ঠতা।

maxresdefaultতাই প্রতিবছর কোনো তারকাই বাবা সিদ্দিকির এই ইফতার পার্টি মিস করতে চান না। আমন্ত্রণ রক্ষা করতে শাহরুখ-সালমানও সময় বের করে রাখেন প্রতিবছর। একই সঙ্গে বাবা সিদ্দিকির পার্টিতে আমন্ত্রণ পাওয়াটাই এখন স্ট্যাটাস সিম্বল হিসেবে কাজ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত