Ajker Patrika

ভালো প্রস্তুতির দাবি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
ভালো প্রস্তুতির দাবি বাংলাদেশের

দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশ খেলেছে একটি। সেটিও আবার পুরো দুদিন নয়। প্রথম দিনের দুই-তৃতীয়াংশ সময় খেলা হয়নি বৃষ্টির দাপট ও মাঠ ভেজা থাকায়। দ্বিতীয় দিন পুরো সময় খেলা হয়েছে বটে, তাতে ঘাটতিটা পূরণ হয়নি। কোয়ারেন্টিন জটিলতার কারণেই এমনটা হয়েছে। যদিও বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়ের দাবি, দুদিনের প্রস্তুতিতে সন্তুষ্ট তাঁরা।

গতকাল মাউন্ট মঙ্গানুইয়ে বে ওভালে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বোলিংটা বলার মতো হয়নি। ব্যাটিংয়ে ছিল কিছুটা আশার ছাপ। ফিফটি পেয়েছেন জয় ও মুশফিকুর রহিম। লিটন দাস ফিরেছেন অর্ধশতকের আভাস দিয়ে। নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। ৮ উইকেটে বাংলাদেশ করেছে ২৬৯ রান।

প্রথম দিন ৫ উইকেটে ৭১ রান করা স্বাগতিক দল গতকাল ইনিংস ঘোষণা করেছে ১৫০ রান পেরোনোর আগেই। ৭ উইকেটে ১৪৬ রান করে তারা। প্রথম দিন দুই পেসার ৫ উইকেট নিলেও গতকাল ২ ওভারের বেশি বোলিং করানো হয়নি তাঁদের দিয়ে। মূলত স্পিনারদেরই ব্যবহার করা হয়। দুটি উইকেটই নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের চতুর্থ বলেই বিদায় নেন সাদমান। ধাক্কাটা সামাল দিলেও ৫০ রানে জুটি ভাঙে শান্ত বিদায় নিলে। একটু পর ফেরেন মুমিনুলও। এরপর মুশফিককে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন জয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুই বছর আগে নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। ১১ চারে ৬৬ রান করেছেন জয়। সমান রান মুশফিকেরও। ‘মুশি’ ইনিংস সাজান সাত চার ও এক ছক্কায়। পরে লিটন ৪১ ও ইয়াসির ২১ রানে ফেরেন। মিরাজ ২০ রানে অপরাজিত থাকেন।

কোয়ারেন্টিন, করোনাধাক্কা আর বৃষ্টিতে অনুশীলনের পুরো সময় কাজে লাগাতে না পারলেও সব মিলিয়ে নিজেদের প্রস্তুতিতে খুশি বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি জয় বলেছেন, ‘আমরা অনেক দিন আগে এখানে এসেছি। তবে ১০ দিনের (আসলে ১১ দিন) কোয়ারেন্টিন করেছি। কোয়ারেন্টিন শেষে যে কদিন অনুশীলনের সুযোগ পেয়েছি, করেছি। আজ (বুধবার) প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আমরা ব্যাটিংয়ে ভালোই করেছি। আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

নিউজিল্যান্ড সফর এমনিতেই কঠিন। সেটা আরও কঠিন করে তুলছে প্রস্তুতির সীমাবদ্ধতা ও প্রতিকূল কন্ডিশন। দুই চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশ সময় আগামীকাল ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন মুমিনুলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত