Ajker Patrika

ঈদের ধারাবাহিক

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৯: ৩৭
ঈদের ধারাবাহিক

চ্যানেল আই

মানিকগঞ্জের মানিক প্যালেস (৬টা ১০ মি.): নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত।

একুশে টিভি

পিরিতের দোকানদারি (বেলা ১টা ৩০ মি.): অভিনয় মিলন, তারিক স্বপন, ফারুক আহমেদ, ফারজানা জয়া।

সফদর ডাক্তার (সন্ধ্যা ৬টা ২০ মি.): অভিনয়ে আরফান, উর্মিলা শ্রাবন্তি কর, সঞ্জয় রাজ, ঝুনা চৌধুরী।

ভাই খুব সেনসেটিভ-২ (সন্ধ্যা ৭টা ২০ মি.): অভিনয়ে সৈয়দ শিপলু, জয়শ্রী কর জয়া, মুকিত জাকারিয়া, সূচনা শিকদার প্রমুখ।

প্যারা নাই চিল (রাত ৯টা ২০ মি.): অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, সালেহা খানম নাদিয়া, রিমি করিম।

এনটিভি

ব্যালান্স (সন্ধ্যা ৬টা ৪৫ মি.): রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ, ফজলুর রহমান বাবু।

আরটিভি

ভাইরাজ (সন্ধ্যা ৭টা): রচনা কাজী জামান। পরিচালনায় ইসমে আজম স্বপন। অভিনয়ে জাহিদ হাসান. শেহতাজ, মিনু মমতাজ।

ড্রিম ট্যারেস (রাত ৯টা): রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় নিয়াজ মাহবুব। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অহনা রহমান, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, আজিজুল হাকিম।

বাংলাভিশন

গফুরের জোড়া জামাই (বিকেল ৫টা) : রচনা স্বাধীন শাহ, পরিচালনায় শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, স্নিগ্ধা প্রমুখ।

উড়াল দেব আকাশে (রাত ৮টা ৪০ মি.) : রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন।

বৈশাখী

পরিপূর্ণ ভালোবাসা (বিকেল ৫টা ৪৫ মি.): পরিচালনায় মজিবুল হক খোকন। অভিনয়ে মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, উর্মিলা শ্রাবন্তী কর।

বিউটি পারলার (সন্ধ্যা ৬টা ২০ মি.): রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনায় হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি, ডা. এজাজ, রওনক, তারিক স্বপন।

বডিগার্ড (রাত ৭টা ৩০ মি.): রচনা ও পরিচালনায় হাসান জাহাঙ্গীর। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল, হাসান জাহাঙ্গীর প্রমুখ।

শিয়াল বাড়ি-৩ (রাত ৯টা ১০ মি.): চিত্রনাট্য আহসান আলমগীর, পরিচালনা আল হাজেন। অভিনয় রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ।

চ্যানেল নাইন

তিনারা কিডন্যাপার (সন্ধ্যা ৬টা): পরিচালনা বিপ্লব হায়দার। অভিনয় নাদিয়া, ফারুক আহমেদ, কচি খন্দকার।

ট-তে টাকা (সন্ধ্যা ৬টা ৪০ মি.): পরিচালনায় অভ্র মাহমুদ। অভিনয়ে প্রাণ রায়, মাহিমা, ইমতু রাতিশ।

মাছরাঙা

চরিত্র সনদ (সন্ধ্যা ৭টা ২০ মি.): অভিনয়ে চঞ্চল চৌধুরী, উর্মিলা, জয়রাজ, শাহনাজ খুশি।

হাউকাউ (রাত ৯টা ১০ মি.): অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক, আইরিন।

দীপ্ত টিভি

সুপার ভাবি (বেলা ১১টা ৪০ মি.): রচনা মহিউদ্দীন আহমেদ। পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে তারিন জাহান, সাজু খাদেম, সজল।

নাগরিক টিভি

লায়িকার মা (রাত ৭টা ৩০ মিনিটে): রচনা ও পরিচালনায় সোহাগ কাজী। অভিনয়ে কেয়া, চিত্রলেখা গুহ প্রমুখ।

অসহ্য মাখন (রাত ৯টা ১৫ মি.): রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম, আমিন আজাদ।

গার্লস গ্রুপ (রাত ৯টা ৫০ মি.): রচনা রুহুল আমিন পথিক। পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে নাদিয়া মিম, নাবিলা, রিমি করিম।

কমন গার্লফ্রেন্ড (রাত ১০টা ২৫ মি.): রচনা নবীন হোসেন, পরিচালনায় মাইনুল হাসান খোকন। অভিনয়ে নীলাঞ্জনা নীলা, প্রাণ রায়, জামিল হোসেন, সীমান্ত।

নীল তোমার জন্য কাঁদছি (রাত ১১টা ৫ মি.): অভিনয়ে ইমন, তানহা তাসনিয়া।

দূরন্ত

হৈ হৈ হল্লা (বেলা ১টা)

হৈ হৈ হল্লা (রাত ৮টা)

অদ্ভূতুড়ে বইঘর (রাত ৮টা ৩০ মি.।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত