Ajker Patrika

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৩
স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর নির্যাতনে জান্নাতুন ফেরদৌসী শিখা (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলাগণিপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে।

গতকাল দুপুরে কোলাগণিপুর গ্রাম থেকে জান্নাতুন ফেরদৌসী শিখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় স্বামী রিপন হোসেনকে (২৮) আটক করে থানা নিয়ে আসা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। রিপন ওই গ্রামের বাসিন্দা। আর জান্নাতুন ফেরদৌসী শিখা উপজেলার হলহলিয়া গ্রামের লিটন রাজার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে শিখা ও রিপনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তাঁদের আট মাসের একটি মেয়ে রয়েছে। গত রোববার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন শিখা। পরে রিপনের পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসার পর ওই গৃহবধূকে আবার তাঁর স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে ওই বাড়িতেই তিনি মারা যান। ওই গৃহবধূর মুখে, গলায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

গৃহবধূর পরিবারের দাবি, স্বামীর নির্যাতনে শিখার মৃত্যু হয়েছে।

গৃহবধূর নানি শহিদা বিবি বলেন, তাঁর নাতনিকে মারধর করে মেরে ফেলা হয়েছে। বিয়ের পর থেকেই তাঁরা শিখাকে নির্যাতন করে আসছিলেন। সংসার টেকানোর জন্য সব জেনেও সহ্য করে আসছিলেন তাঁরা। তাঁর নাতনিকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তাঁর শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার চান তাঁরা।

যদিও গৃহবধূর স্বামী রিপন হোসেন বলেন, গত কয়েক দিন আগে তাঁর সঙ্গে ঝগড়া করে স্ত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর থেকে তিনি খুব অসুস্থ ছিলেন। স্ত্রীকে নির্যাতন করেননি বলেও দাবি করেন তিনি।

ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ারুল হক সরদার আয়নাল বলেন, ‘শুনেছি গত কয়েক দিন আগে রিপন তাঁর স্ত্রীকে বেধড়ক মারপিট করেছিলেন। তখন তাঁর স্ত্রী বিষ জাতীয় কিছু খেয়েছিলেন। এরপর চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে রাখা হয়েছিল।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুহুল আমিন বলেন, গত ১৯ সেপ্টেম্বর জান্নাতুন ফেরদৌসী শিখা নামের এক গৃহবধূকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হলে তাঁকে বাড়ি পাঠানো হয়। তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। মামলার বাদী জান্নাতুন ফেরদৌসী শিখার বাবা লিটন রাজা। তিনি মেয়ে জামাই রিপন এবং তাঁর মা হাসনা বিবিকে আসামি করেছেন। এ ঘটনায় স্বামী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত