Ajker Patrika

ব্যবসায়ীদের অপহরণ করত চক্রটি , গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ১৬
ব্যবসায়ীদের অপহরণ করত চক্রটি , গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মুক্তিপণের টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার র‍্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাহটি গ্রামের হৃদয় (২৬), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীরল্লা গ্রামের মো. সুজন (২৬) ও ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই রহমতপুর গ্রামের নূর মোহাম্মদ শরিফ (২৫)।

কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত সোমবার বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন বটতলা বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মুক্তিপণের ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা হয় অপহৃত মো. ইসমাইল আলীকে।

র‍্যাব আরও জানায়, সিলেটের গোয়াইনঘাট থানার বগাইয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল আলী (৩৫) ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লায় আসেন। তিনি জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি যাত্রীছাউনিতে অবস্থান করার সময় অপহরণকারী চক্রের একটি দল তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে ধরে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা ইসমাইল আলীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর ভাইকে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতের পরিবার গত রবি ও সোমবার অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা পাঠান। গত সোমবার বিষয়টি পরিবারের সদস্যরা র‍্যাবকে জানান।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অপহরণকারী এই চক্রটি কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের টার্গেট করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত