Ajker Patrika

‘টিকা দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত’

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
‘টিকা দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত’

মহান মুক্তিযুদ্ধের সময় ভারত পরম বন্ধুত্বের পরিচয় দিয়েছিল। করোনা মহামারির সময়ও ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেন সাংসদ মুহিবুর রহমান মানিক। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়ালের কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন সাংসদ।

প্রধান অতিথি সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, ‘বাংলাদেশের জন্ম থেকে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মুক্তিযুদ্ধে ভারত নানাভাবে আমাদের সহযোগিতা করেছিল। বিজয়ের মাসে ভারত সরকার একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। এতে ভারত সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত আরও প্রসারিত করল।’

ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মহামারি করোনার টিকা দিয়ে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল ভারত।’

ভারতের ডেপুটি হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন, ‘মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিতে আইসিইউ অ্যাম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে এ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন সচল রাখা সম্ভব।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী। সঞ্চালনা করেন ডা. তোফায়েল আহমদ সনি ও হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম ইয়ামিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত