Ajker Patrika

শেখ হাসিনা এখন গ্লোবাল লিডার: স্বরাষ্ট্রমন্ত্রী

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ১৯
শেখ হাসিনা এখন গ্লোবাল লিডার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ এখন সারা বিশ্বের রোলমডেলে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর কোনো দেশীয় প্রধানমন্ত্রী নন। তিনি এখন গ্লোবাল লিডার। তিনি সারা বিশ্বের একজন নন্দিত নেতা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দোহারের পদ্মা সরকারি কলেজেমাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে কলেজমাঠে বৃক্ষ রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীকে বলা হয় স্টার অব দ্য ইস্ট। ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি বলেছিলেন বাংলাদেশকে বদলে দেবেন; সেই ওয়াদা তিনি রেখেছেন। তিনি দেশকে বদলে দিয়েছেন। এখন বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। আর এই মেগা প্রজেক্টগুলোতে লাখ লাখ শ্রমিকের সঙ্গে বিভিন্ন দেশের প্রায় ছয় লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন ১৬ কোটি মানুষ খেতে পারলে, রোহিঙ্গারাও খেতে পারবেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন থেকে ঢাকা পর্যন্ত আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশকে বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দিয়েছিলেন, তখন অনেকেই এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলে ভেবেছিলেন। কিন্তু আজ তা বাস্তবে পরিণত হচ্ছে।

সভায় পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ জালাল হোসেন, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আব্দুর রহমান পাখি, জাপানপ্রবাসী অর্থ সংগ্রহ কমিটির প্রধান আব্দুর রহিম, কলেজের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত