Ajker Patrika

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ৩৪
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের কচুয়া উপজেলায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে কুমিল্লাগামী বালুবাহী ট্রাক ও শাহরাস্তিগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া আড়াখালের হারুনুর রশিদের ছেলে অটোরিকশার চালক সোহেল (৩৫) ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির সেকুল সরকার (৩২)। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এ ছাড়া হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামের রিপন হোসেন (৩০) নামের আরেক যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হান্নান বলেন, বালুবাহী ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই ট্রাক ড্রাইভার ও তাঁর সহযোগী পালিয়ে যায়। এ দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। পরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচলের ব্যবস্থা করি। বালুবাহী ড্রাম ট্রাকটিকে জব্দ করে পাশের একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

এলাকার খবর
Loading...