Ajker Patrika

দেয়ালে রঙিন আঁকিবুঁকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৪১
Thumbnail image

দীর্ঘদিন ব্যবহারের কারণে দেয়ালের সিমেন্টের স্তর উঠে যায়। সুইচবোর্ডের চারপাশের অংশে বেশ ময়লা জমে। প্রায়ই দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যায়, ফাটল ধরে। স্যাঁতসেঁতে দেয়াল ঘরের সৌন্দর্যকে নষ্ট করে। সে ক্ষেত্রে যদি অল্প কিছু টেকনিক জানা থাকে, তাহলে নিজেই বাড়াতে পারবেন ঘরের সৌন্দর্য।

আপনার ঘরের সুইচবোর্ডের আশপাশটা আরও সুন্দর করে তুলতে সুইচবোর্ড ভালো করে পরিষ্কার করে নিন। এবার রংতুলি দিয়ে এঁকে নিন মনের মতো দৃশ্য। আঁকতে পারেন লতাপাতা, গাছ, ছোট পাখি, পাণ্ডা, খরগোশ কিংবা পছন্দের যেকোনো দৃশ্য। এতে ঘরের সৌন্দর্য বাড়বে।

ঘরের যে পাশের দেয়াল স্যাঁতসেঁতে এবং যে দেয়ালে ফাটল ধরেছে, সেখানে লতাপাতা এঁকে নিতে পারেন। ফাটলটাকে গাছের ডাল ধরে নিন। ডালের আশপাশে পাতা এঁকে নিলেই ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। গাছের ডাল কালো কিংবা খয়েরি রং করতে পারেন। আর পাতাগুলোকে সবুজ করতে পারেন। রঙের ব্যবহার আপনাকে সতেজ অনুভূতি দেবে। চাইলে ঘরে আঁকতে পারেন কৃষ্ণচূড়া। খয়েরি রং দিয়ে পুরো গাছ ও গাছের ডাল রাঙিয়ে নিন। আর ফুলগুলো রাঙিয়ে নিন লাল রং দিয়ে। ব্যস, হয়ে যাবে কৃষ্ণচূড়া। শুধু কি তাই? মনের মাধুরী মিশিয়ে দেয়ালে যেকোনো দৃশ্য এঁকে নিতে পারেন। গরুর গাড়ি, তানপুরা, গ্রামের দৃশ্য ইত্যাদি আঁকতে পারেন।

ছবি: রানা খন্দকারবৃষ্টি ও নানাবিধ কারণে বারান্দার দেয়ালের রং নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে বারান্দার দেয়ালকে সুন্দর করে সাজাতে পারেন। আবার শোবার ঘরে কিংবা বসার ঘরের কোনো এক পাশের পুরো দেয়াল মনের মতো করে সাজাতে পারেন। এর জন্য প্রথমে সিরিশ কাগজ দিয়ে পুরো দেয়ালটা ঘষে নেবেন। যতটুকু সমান করা সম্ভব, ততটুকু সমান করবেন। তারপর সাদা রঙের কোট দেবেন। তারপর পেনসিল দিয়ে হালকা করে আঁকিবুঁকি করে নিতে হবে। দেয়ালে আপনি বড় একটি গাছ আঁকতে পারেন। সেই গাছের ছড়ানো ডালপালা ও পাতা এঁকে নিতে পারেন। লতানো কোনো গাছও আঁকতে পারেন। মোটকথা, মনের মাধুরী মিশিয়ে আঁকিবুঁকি করলেও অসুবিধা নেই। এবার লাগিয়ে নিন বিভিন্ন শেডের অ্যাক্রিলিক রং।

টেলিভিশনের চারপাশও মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। এতে শুধু ঘরের সৌন্দর্য বাড়ে তা নয়, আপনার শৈল্পিক মনের পরিচয়ও মেলে। টেলিভিশনের চারপাশে বিভিন্ন আলপনা এঁকে নিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত