Ajker Patrika

মাভাবিপ্রবিতে ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু

টাঙ্গাইল সংবাদদাতা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮: ০৪
মাভাবিপ্রবিতে ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (সন্ধি-১৩) শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন। এরপর একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যাম্পাস ঘুরে মুক্তমঞ্চের সামনে এসে একত্রিত হয়। এ সময় শিক্ষার্থীরা রং খেলা, আনন্দ উচ্ছ্বাস ও হই-হুল্লোড়ে মেতে ওঠেন।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা, রং খেলা, ফটো সেশন, ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো হয়। দ্বিতীয় দিন বৃক্ষরোপণ ও সব বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তৃতীয় দিন কনসার্টের আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত