Ajker Patrika

কলেজে কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬: ৪৫
কলেজে কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ

কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কলেজে গতকাল বুধবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানও খবর-

পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এমএ মান্নান মানিক কলেজের ২০২১-২০২২ বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ মাঠে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যক্ষ মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। এ সময় কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন

সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সরাইল মহিলা কলেজ মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের বরণ ও পাঠদান উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল। এ ছাড়া আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো.রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান আনসারী।

নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে কলেজের মাঠে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রভাষক বরুন কান্তি সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পোদ্দার, প্রভাষক প্রদীপ সূত্রধর, সৈয়দ তানভীর আব্বাস, শমি পাল ও প্রভাষক শারমিন আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া উপজেলার নাসিরনগর সরকারি কলেজ, চাতলপাড় ডিগ্রি কলেজ ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজেও একাদশ শ্রেণির শিক্ষার্থী বরণ করে নেওয়া হয়।

কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবার মুলগ্রামে জাহাঙ্গীর আলম-রুহুল আমিন ভূঁইয়া বকুল ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত