নিজস্ব প্রতিবেদক, বরিশাল
১০ দফা দাবি আদায়ে বরিশালে আজ শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ। নগরীর জিলা স্কুল প্রাঙ্গণে বেলা দুইটায় এ সমাবেশ হবে। এদিকে হঠাৎ করে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সমাবেশের অদূরে ফজলুল হক অ্যাভিনিউর নগর ভবনের সামনে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। বেলা তিনটার দিকে এ কর্মসূচি হবে।
আধা কিলোমিটারের মধ্যে দুই দলের ডাকা এ সমাবেশ ঘিরে নগরজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করে।
বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে জানান, বিকেল তিনটায় ফজলুল হক অ্যাভিনিউয়ের নগর ভবনের সামনে সমাবেশ ডাকা হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস রোধে জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন তিনি নিজেই।
একই সময়ে বিএনপির সমাবেশ প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘তাদের (বিএনপি) সমাবেশ তারা করবে, আমরা আমাদেরটা করব। এ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।’
নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন ও সাইদুর রহমান রিন্টু জানান, সমাবেশের কথা তাদের জানানো হয়েছে। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন, ‘তাঁরা সমাবেশ করবেন তাঁদের মতো। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।’
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘সরকারি দল সমাবেশ ডেকেছে, দেশটাই তো তাদের। আমরা ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের রাস্তায় সমাবেশ করতে দিল না। এখন কীভাবে ফজলুল হক অ্যাভিনিউতে প্রশাসন অনুমতি দেয়।’ তিনি বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশ পূর্বনির্ধারিত। এ সমাবেশ আমরা করব। তাতে বাধাবিঘ্ন মানব না।’
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, ‘এটা আওয়ামী লীগের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার অভিপ্রায়। এ সমাবেশ আওয়ামী লীগ বিএনপির কাউন্টার হিসেবে দিয়েছে। এতে নগরের পরিবেশ উত্তপ্ত থাকবে।’
আওয়ামী লীগের সমাবেশের খবর জানেন না জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘কখন ডাকল, কোথায় ডাকল।’ বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সমাবেশ জিলা স্কুল মাঠে। আবার আওয়ামী লীগও যদি সমাবেশ ডাকে ফজলুল হক অ্যাভিনিউতে, তাহলে বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।’
নীরব বিএনপির হেভিওয়েট পাঁচ নেতা: বিএনপির বিভাগীয় সমাবেশের কোনো দায়িত্ব না দেওয়ায় দলটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ হেভিওয়েট পাঁচ বিশেষ অতিথি অনেকটাই নীরব। ওই সব নেতা দায়িত্ব না পাওয়ায় তাঁদের সমর্থকরাও দূরে সরে আছেন। তাঁরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ব্যারিস্টার শাজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সরোয়ার।
১০ দফা দাবি আদায়ে বরিশালে আজ শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ। নগরীর জিলা স্কুল প্রাঙ্গণে বেলা দুইটায় এ সমাবেশ হবে। এদিকে হঠাৎ করে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সমাবেশের অদূরে ফজলুল হক অ্যাভিনিউর নগর ভবনের সামনে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। বেলা তিনটার দিকে এ কর্মসূচি হবে।
আধা কিলোমিটারের মধ্যে দুই দলের ডাকা এ সমাবেশ ঘিরে নগরজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করে।
বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে জানান, বিকেল তিনটায় ফজলুল হক অ্যাভিনিউয়ের নগর ভবনের সামনে সমাবেশ ডাকা হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস রোধে জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন তিনি নিজেই।
একই সময়ে বিএনপির সমাবেশ প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘তাদের (বিএনপি) সমাবেশ তারা করবে, আমরা আমাদেরটা করব। এ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।’
নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন ও সাইদুর রহমান রিন্টু জানান, সমাবেশের কথা তাদের জানানো হয়েছে। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন, ‘তাঁরা সমাবেশ করবেন তাঁদের মতো। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।’
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘সরকারি দল সমাবেশ ডেকেছে, দেশটাই তো তাদের। আমরা ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের রাস্তায় সমাবেশ করতে দিল না। এখন কীভাবে ফজলুল হক অ্যাভিনিউতে প্রশাসন অনুমতি দেয়।’ তিনি বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশ পূর্বনির্ধারিত। এ সমাবেশ আমরা করব। তাতে বাধাবিঘ্ন মানব না।’
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, ‘এটা আওয়ামী লীগের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার অভিপ্রায়। এ সমাবেশ আওয়ামী লীগ বিএনপির কাউন্টার হিসেবে দিয়েছে। এতে নগরের পরিবেশ উত্তপ্ত থাকবে।’
আওয়ামী লীগের সমাবেশের খবর জানেন না জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘কখন ডাকল, কোথায় ডাকল।’ বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সমাবেশ জিলা স্কুল মাঠে। আবার আওয়ামী লীগও যদি সমাবেশ ডাকে ফজলুল হক অ্যাভিনিউতে, তাহলে বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।’
নীরব বিএনপির হেভিওয়েট পাঁচ নেতা: বিএনপির বিভাগীয় সমাবেশের কোনো দায়িত্ব না দেওয়ায় দলটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ হেভিওয়েট পাঁচ বিশেষ অতিথি অনেকটাই নীরব। ওই সব নেতা দায়িত্ব না পাওয়ায় তাঁদের সমর্থকরাও দূরে সরে আছেন। তাঁরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ব্যারিস্টার শাজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সরোয়ার।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪