Ajker Patrika

সপ্তাহের মাথায় কেজিতে দাম বাড়ল ১০ টাকা

ময়মনসিংহ প্রতিনিধি
সপ্তাহের মাথায় কেজিতে দাম বাড়ল ১০ টাকা

ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে। এভাবে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন কমায় সব ধরনের সবজির দাম বেড়েছে।

গতকাল শুক্রবার সকালে নগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। টমেটো কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শিম ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, গাজর বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ১০০ থেকে ১২০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, মটরশুঁটি ৯০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা, আলু ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মাছ-মাংসের দাম।

সপ্তাহের ব্যবধানে সব ধরনের দেশি মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা। বাজারে ৫০০ টাকা কেজির নিচে নেই কোনো দেশি মাছ। তবে কমেছে দেশি মুরগির দাম।

সবজি বিক্রেতা সাদেকুল ইসলাম বলেন, ‘শীত বাড়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ায় সবজির দাম বাজারে বেড়েছে। কারণ আমাদের বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।’

বাজারের মাছ মহালের বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, শীতের মৌসুমে দেশের খালবিল শুকিয়ে যাওয়ার কারণে সরবরাহ কম। তাই, সব প্রকার দেশি মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে রাখতে কয়েক দফা আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত