Ajker Patrika

ফল দিয়ে প্রজাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ১২
ফল দিয়ে প্রজাপতি

জরি ফল খেতে চায় না। আর তাই মা তাকে রোজ বকা দেন। ফল না খেলে কী করে হবে? ফলে যে বিভিন্ন ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট আছে। আর এই উপাদানগুলো শরীরের জন্য ভীষণ দরকারি। জরির মা ভাবনায় পড়ে গেলেন। কী করে তাকে ফল খাওয়াবেন? হুট করে মাথায় বুদ্ধি এল। তিনি ভাবলেন ফল দিয়ে প্রজাপতি বানিয়ে দিলে ঠিকই জরি তা খাবে। তারপর কী হলো শোনো।

তারপর জরির মা ফ্রিজ থেকে কয়েকটি আঙুর, একটি মাল্টা, দুটি কালোজিরা ও ছোট গাজর বের করলেন। এগুলো ভালো করে ধুয়ে চার কোনা আকৃতির একটি প্লেট নিলেন। প্লেটের মাঝ বরাবর পাঁচটি সবুজ আঙুর বসিয়ে দিলেন। হয়ে গেল প্রজাপতির শরীর। তারপর মাল্টা স্লাইস করে কেটে নিলেন। দুটি স্লাইস মাঝ বরাবর কেটে চার ভাগ করে নিলেন।

মাল্টার স্লাইসগুলো দিয়ে বানিয়ে দিলেন প্রজাপতির পাখা। একেবারে ওপরে যে আঙুরটি আছে, সেখানে বসিয়ে দিলেন দুটো কালোজিরা। হয়ে গেল প্রজাপতির চোখ। এবার চিকন করে গাজর কেটে বসিয়ে দিলেন অ্যানটেনা। ব্যস, হয়ে গেল প্রজাপতি। ফলের প্রজাপতি দেখে জরি খুশি হয়ে গেল। আর এক এক করে খেয়ে নিল সব।

তুমিও বাসায় ফল দিয়ে প্রজাপতি বানাতে পারো মা কিংবা বড়দের সাহায্য নিয়ে।

ছবি: কিক্স সিরিয়াল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ