Ajker Patrika

সাংবাদিকদের ওপর হামলা, আহত ২০

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৫
সাংবাদিকদের ওপর হামলা, আহত ২০

বরিশালের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক ইউপি চেয়ারম্যানের লোকজন ফটো সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এ সময় আইনজীবী সহকারীরা (মহুরি) ইউপি চেয়ারম্যানের লোকজনকে সাহায্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল একটি মামলায় কারাগারে যাওয়া বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের ছবি তুলতে গেলে বেলা ৩টার দিকে এ হামলা চালানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করীমের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ১৫ জন সাংবাদিক শেবাচিম হাসপাতালে ভর্তি আছেন।

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানিয়েছেন, হামলায় অন্তত ১৮-২০ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের ৫টি মোটরসাইকেল ও কয়েকটি ক্যামেরা ভাঙচুর করেছে।

হামলার শিকার ফটো সাংবাদিকেরা জানান, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ক্যামেরাম্যানরা চেয়ারম্যানের ছবি তুলতে গেলে তাঁর সহযোগীরা হামলা করে। খবর পেয়ে অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত হন। তখন ২৫-৩০ জন মহুরী সাংবাদিকদের ওপর হামলা করে।

আইনজীবী সহকারী সমিতির সদ্য সাবেক সভাপতি শরীফ মো. আনিছুর রহমান জানান, হামলা দুই তরফাই হয়েছে। তবে তিনি তাঁর সংগঠনের সদস্যদের বলেছেন, কেন সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়ানো হলো। কোনো আইনজীবী সহকারী জড়িত থাকলে বিচার করা হবে।

ওসি আজিমুল করীম জানান, আদালতে সাংবাদিক ও মহুরীদের মধ্যে কয়েক দফা মারামারি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত