মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে বাড়ছে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ। গত বছরের তুলনায় এ বছর উপজেলায় ৫৫ হেক্টর বেশি জমিতে তেল জাতীয় ফসলটির আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর মিঠাপুকুরে মাত্র ৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। চলতি মৌসুমে তা দাঁড়িয়েছে ৬০ হেক্টর।
এ বছর উপজেলার দুর্গাপুর, কাফ্রিখাল, পায়রাবন্দ ও রানীপুকুর ইউনিয়নে সূর্যমুখীর চাষ বেশি হয়েছে। এবার ২০০ কৃষককে উদ্বুদ্ধ করে সূর্যমুখী চাষে সম্পৃক্ত করা হয়। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এ ছাড়া সূর্যমুখী চাষের কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
রানীপুকুরের বালাপাড়া গ্রামের কৃষক মোতালেব হোসেন জানান, তিনি ৩০ শতক জমিতে এবারই প্রথম সূর্যমুখী চাষ করেছেন। ফসল বিক্রির নিশ্চয়তা পাওয়ায় তিনি এটি চাষে আগ্রহী হয়েছেন।
এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন দুর্গাপুরের মির্জাপুর গ্রামের ইউনুচ আলী। তিনি বলেন, গাছ ভালো হয়েছে এবং ফুলও এসেছে। এবার ভালো দাম পেলে আগামী মৌসুমে আরও অধিক জমিতে চাষ করবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম জানান, প্রতি শতকে সূর্যমুখীর ১২ কেজি বীজ উৎপাদন হয়। ১০০ কেজি বীজ থেকে ৪৪ লিটার তেল পাওয়া যায়। প্রতি মণ বীজের দাম ২ হাজার ৮০০ টাকা।
এই কর্মকর্তা বলেন, সূর্যমুখী বীজ বিক্রি নিয়ে কৃষকের চিন্তা নেই। কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কাছ থেকে বীজ কিনে নেবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডলের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ বছর অধিক পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ করা সম্ভব হয়েছে। সয়াবিন তেলের বিকল্প হিসেবে সূর্যমুখী ও সরিষা চাষ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বছর হাইব্রিড জাতের বীজ সরবরাহ করা হয়েছে। ভালো ফলন পাওয়া সম্ভাবনা রয়েছে। সয়াবিন ও সরিষার তেলের তুলনায় সূর্যমুখীর তেল স্বাস্থ্যের জন্য উপকারী।
মিঠাপুকুরে বাড়ছে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ। গত বছরের তুলনায় এ বছর উপজেলায় ৫৫ হেক্টর বেশি জমিতে তেল জাতীয় ফসলটির আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর মিঠাপুকুরে মাত্র ৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। চলতি মৌসুমে তা দাঁড়িয়েছে ৬০ হেক্টর।
এ বছর উপজেলার দুর্গাপুর, কাফ্রিখাল, পায়রাবন্দ ও রানীপুকুর ইউনিয়নে সূর্যমুখীর চাষ বেশি হয়েছে। এবার ২০০ কৃষককে উদ্বুদ্ধ করে সূর্যমুখী চাষে সম্পৃক্ত করা হয়। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এ ছাড়া সূর্যমুখী চাষের কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
রানীপুকুরের বালাপাড়া গ্রামের কৃষক মোতালেব হোসেন জানান, তিনি ৩০ শতক জমিতে এবারই প্রথম সূর্যমুখী চাষ করেছেন। ফসল বিক্রির নিশ্চয়তা পাওয়ায় তিনি এটি চাষে আগ্রহী হয়েছেন।
এক একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন দুর্গাপুরের মির্জাপুর গ্রামের ইউনুচ আলী। তিনি বলেন, গাছ ভালো হয়েছে এবং ফুলও এসেছে। এবার ভালো দাম পেলে আগামী মৌসুমে আরও অধিক জমিতে চাষ করবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম জানান, প্রতি শতকে সূর্যমুখীর ১২ কেজি বীজ উৎপাদন হয়। ১০০ কেজি বীজ থেকে ৪৪ লিটার তেল পাওয়া যায়। প্রতি মণ বীজের দাম ২ হাজার ৮০০ টাকা।
এই কর্মকর্তা বলেন, সূর্যমুখী বীজ বিক্রি নিয়ে কৃষকের চিন্তা নেই। কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কাছ থেকে বীজ কিনে নেবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডলের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ বছর অধিক পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ করা সম্ভব হয়েছে। সয়াবিন তেলের বিকল্প হিসেবে সূর্যমুখী ও সরিষা চাষ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বছর হাইব্রিড জাতের বীজ সরবরাহ করা হয়েছে। ভালো ফলন পাওয়া সম্ভাবনা রয়েছে। সয়াবিন ও সরিষার তেলের তুলনায় সূর্যমুখীর তেল স্বাস্থ্যের জন্য উপকারী।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫