Ajker Patrika

হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ২১
Thumbnail image

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে তেল ও সার পাচার রোধে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা বিজিবির কাছে এসেছে। এতে ডিজেল, কেরোসিন ও সার যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে এ জন্য সব পোস্টে বিজিবিকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে পণ্য খালাস শেষে নিজ দেশে প্রবেশ করার সময় সেগুলোকে চেক করা হচ্ছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে বলে জানা তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত