Ajker Patrika

ক্ষতিপূরণের আশায় ধ্বংসস্তূপেই অপেক্ষা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৭
ক্ষতিপূরণের আশায় ধ্বংসস্তূপেই অপেক্ষা

মিঠাপুকুরে ক্ষতিপূরণের চেক পাওয়ার আশায় প্রতিদিনই উচ্ছেদ করা বাড়ির ধ্বংসস্তূপে অপেক্ষা করেন বীনা রানী দেবনাথ। চেক হাতে পেলেই এই বৃদ্ধা ধ্বংসস্তূপ ত্যাগ করবেন বলে জানিয়েছেন।

মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা বীনার বসতবাড়ি ২৬ জানুয়ারি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে অপসারণ করা হয় ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু ক্ষতিপূরণের অর্থ হাতে পাননি এই বৃদ্ধা। এ কারণেই তিনি ধ্বংসস্তূপে অবস্থান করছেন। রাত হলে চলে যান মিঠাপুকুর বাজারের একটি পান-সুপারির দোকানে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরে উচ্ছেদ করা বাড়ির জায়গায় দেখা হয় বীনার সঙ্গে। তিনি জানান, দেশ স্বাধীনের আগে থেকে তাঁরা বন্দোবস্ত পাওয়া এই খাস জমিতে বাস করে আসছিলেন। স্বামী মারা যাওয়ার পর এক ছেলেকে নিয়ে বাড়িসংলগ্ন স্থানে চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছিলেন। মহাসড়ক চার লেন করার জন্য জমি অধিগ্রহণের সময় তাঁর বসতবাড়ি ও দোকানের জায়গাও অধিগ্রহণ করা হয়।

অধিগ্রহণ নীতিমালা অনুযায়ী, জমির বাজার মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ পাওয়ার কথা। সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও অবকাঠামোর ক্ষতিপূরণ। কিন্তু সেই টাকা না দিয়েই ভেঙে ফেলা হয়েছে বীনার বসতবাড়ি ও দোকান। তিনি ক্ষতিপূরণের টাকা পেলে দুই শতক জমি কিনে ঘর উঠিয়ে বাকি জীবন সেখানে কাটাতে চান।

বীনার মতো অনেকে ক্ষতিপূরণ না পেয়ে হতাশায় ভুগছেন। উপজেলা পরিষদের শাপলা মার্কেট ও মিঠাপুকুর কলেজ মার্কেটের ব্যবসায়ীরাও ক্ষতিপূরণের অর্থ না পেয়ে সাংসদ এইচ এন আশিকুর রহমানের কাছে প্রতিকার চেয়ে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা অধিগ্রহণ করা জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অধিগ্রহণ শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, জেলা প্রশাসকের দিকনির্দেশনায় বন্দোবস্ত দেওয়া খাস জমির ক্ষতিপূরণ দেওয়া বন্ধ রয়েছে। অধিগ্রহণ নীতিমালা অনুযায়ী কোনো কারণে জমির ক্ষতিপূরণ পাওয়া না গেলেও অবকাঠামো এবং ব্যবসায়িক ক্ষতি পাওয়ার কথা।

উপজেলায় এর আগে মহাসড়কের জায়গায় গড়ে তোলা স্থাপনা অপসারণে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অধিগ্রহণ করা জমির দ্বিতীয় দফা চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান বলেছিলেন সরকারি জমি ও জমির ওপর থাকা স্থাপনার ক্ষতিপূরণ দেওয়া হবে না। তবে সড়ক বিভাগ সংস্থার জমির ওপর গড়ে তোলা দোকানপাট অপসারণ করে সন্তোষজনক ক্ষতিপূরণ দিয়েছে।

মহাসড়ক যে প্রকল্পের আওতায় উন্নয়ন করা হচ্ছে সেই সাউথ এশিয়া সাব রিজওনাল ইকোনমিক কো অপারেশনের (সাসেক) একজন কর্মকর্তা জানান, সব ধরনের ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলেঙ্গা থেকে হাটিকুমরুল হয়ে রংপুরের মডার্ন পর্যন্ত মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ ২০১৬ সালে শুরু করা হয়। তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে প্রকল্পের মেয়াদ ও ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ানো সময় অনুযায়ী ২০২৪ সালে কাজ শেষ হতে পারে বলে আশাবাদী সাসেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত