মাসুদ পারভেজ, কালীগঞ্জ (সাতক্ষীরা)
কালীগঞ্জে বসন্তের শুরুতে ফুলে ফুলে ভরে গেছে শজনেগাছ। থোকায় থোকায় ঝুলছে ফুল। এত বেশি ফুল ধরেছে যে, গাছের পাতা পর্যন্ত দেখার উপায় নেই। মৌমাছিরাও উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে।
রোগবালাই কম হওয়ায় উপজেলায় এখন বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে শজনে। তাই উপজেলার চাহিদা মিটিয়ে বাইরেও সরবরাহের চিন্তা করছেন চাষিরা।
এক সময় বাড়ির আশপাশের উঠানে শজনে গাছ লাগানো হতো। সময়ের পরিক্রমায় শজনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা এখন ফসলি জমিতে শজনের চাষ করছেন। পরিকল্পিতভাবে শজনের চাষ করে লাভবানও হচ্ছেন তাঁরা। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে উপজেলার শজনে।
মৌসুমের শুরুতে শজনে প্রতি কেজি ১০০-১৫০ টাকা দরে বিক্রি হলেও শেষ সময়ে দাম কমে প্রতিকেজি বিক্রি হয় ৪০-৫০ টাকায়। ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরুতে শজনে খাওয়ার জন্য উপযোগী হয়। শজনের পাশাপাশি এর ফুল ও পাতাও সবজি হিসেবে খাওয়া হয়।
সাধারণত শাখা কেটে রোপণ করার মাধ্যমে এর বংশবিস্তার হয়। এক থেকে দেড় বছরের মধ্যে গাছ থেকে শজনে সংগ্রহ করা যায়। সবজি হিসেবে এটি যেমন উপাদেয়, তেমনি এর ভেষজ গুণাবলিও রয়েছে। নানা রোগব্যাধি নিরাময়, রোগ প্রতিরোধ ও শক্তি বৃদ্ধিতে শজনে অত্যন্ত কার্যকরী সবজি।
উপজেলার পানিয়া গ্রামের অহিদুল ইসলাম সরদার বলেন, ‘জমির পাশে রাস্তার ধারে কয়েকটি শজনে গাছ লাগিয়েছি। বাড়িতে খাবার পর অতিরিক্ত শজনে বাজারে বিক্রি করব। রোগবালাই কম। খরচ তেমন না হলেও দাম ভালো পাওয়া যায়। প্রতিটি গাছে প্রায় এক থেকে দেড় মণ শজনে হয়।’
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের আলমগীর হোসেন বলেন, শজনে এখন জমির আইলে ও আবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। গাছে ফুল আসার পর এবং শজনে ধরার পর একটু কীটনাশক স্প্রে করতে হয়। এতে ভালো শজনে হয়। গাছে যে হারে ফুল আসছে তাতে মনে হচ্ছে শজনে আসার পর এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ অন্যান্য জেলাতেও পাঠানো সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ‘আমরা জনগণকে শজনের গাছ লাগানোর জন্য উৎসাহিত করছি। এবার উপজেলায় দেশীয় জাতের ১৭ হাজার ৫০টির মতো শজনে গাছ আছে। গত বছর ছিল ১৫ হাজারের মতো। এ ছাড়া সরকারি জায়গায় শজনের গাছ লাগানো হচ্ছে।
কালীগঞ্জে বসন্তের শুরুতে ফুলে ফুলে ভরে গেছে শজনেগাছ। থোকায় থোকায় ঝুলছে ফুল। এত বেশি ফুল ধরেছে যে, গাছের পাতা পর্যন্ত দেখার উপায় নেই। মৌমাছিরাও উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে।
রোগবালাই কম হওয়ায় উপজেলায় এখন বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে শজনে। তাই উপজেলার চাহিদা মিটিয়ে বাইরেও সরবরাহের চিন্তা করছেন চাষিরা।
এক সময় বাড়ির আশপাশের উঠানে শজনে গাছ লাগানো হতো। সময়ের পরিক্রমায় শজনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা এখন ফসলি জমিতে শজনের চাষ করছেন। পরিকল্পিতভাবে শজনের চাষ করে লাভবানও হচ্ছেন তাঁরা। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে উপজেলার শজনে।
মৌসুমের শুরুতে শজনে প্রতি কেজি ১০০-১৫০ টাকা দরে বিক্রি হলেও শেষ সময়ে দাম কমে প্রতিকেজি বিক্রি হয় ৪০-৫০ টাকায়। ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরুতে শজনে খাওয়ার জন্য উপযোগী হয়। শজনের পাশাপাশি এর ফুল ও পাতাও সবজি হিসেবে খাওয়া হয়।
সাধারণত শাখা কেটে রোপণ করার মাধ্যমে এর বংশবিস্তার হয়। এক থেকে দেড় বছরের মধ্যে গাছ থেকে শজনে সংগ্রহ করা যায়। সবজি হিসেবে এটি যেমন উপাদেয়, তেমনি এর ভেষজ গুণাবলিও রয়েছে। নানা রোগব্যাধি নিরাময়, রোগ প্রতিরোধ ও শক্তি বৃদ্ধিতে শজনে অত্যন্ত কার্যকরী সবজি।
উপজেলার পানিয়া গ্রামের অহিদুল ইসলাম সরদার বলেন, ‘জমির পাশে রাস্তার ধারে কয়েকটি শজনে গাছ লাগিয়েছি। বাড়িতে খাবার পর অতিরিক্ত শজনে বাজারে বিক্রি করব। রোগবালাই কম। খরচ তেমন না হলেও দাম ভালো পাওয়া যায়। প্রতিটি গাছে প্রায় এক থেকে দেড় মণ শজনে হয়।’
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের আলমগীর হোসেন বলেন, শজনে এখন জমির আইলে ও আবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। গাছে ফুল আসার পর এবং শজনে ধরার পর একটু কীটনাশক স্প্রে করতে হয়। এতে ভালো শজনে হয়। গাছে যে হারে ফুল আসছে তাতে মনে হচ্ছে শজনে আসার পর এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ অন্যান্য জেলাতেও পাঠানো সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ‘আমরা জনগণকে শজনের গাছ লাগানোর জন্য উৎসাহিত করছি। এবার উপজেলায় দেশীয় জাতের ১৭ হাজার ৫০টির মতো শজনে গাছ আছে। গত বছর ছিল ১৫ হাজারের মতো। এ ছাড়া সরকারি জায়গায় শজনের গাছ লাগানো হচ্ছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫