Ajker Patrika

হাট ছাড়িয়ে মহাসড়কেও পশু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩: ২০
Thumbnail image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বসেছে পশুর হাট। ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে বসা এই হাটের অবস্থান মহাসড়কের একটা বড় অংশজুড়ে। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখী মানুষকে। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

বাজার ঘুরে দেখা গেছে, জনতার বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে পশুর হাটে প্রায় ৮-১০ হাজার গরু-ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড় দেখা গেছে। জনতার বাজার পশুর হাটের পূর্ব ও পশ্চিম অংশে বিপুলসংখ্যক পশু থাকায় বাজারে তিল ধারণের জায়গা নেই। অনেক পশু বিক্রেতা বাজারে জায়গা না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবস্থান নিয়েছেন। ফলে মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজটের প্রভাব বাজারের আশপাশের প্রায় ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী মানুষের দাবি, প্রশাসনের পর্যাপ্ত তৎপরতা না থাকার ফলে এমন ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের শৃঙ্খলা ও যানজট নিরসনে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ৫-৬ জন পুলিশ দায়িত্বে রয়েছেন। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও তৎপরতা বৃদ্ধি না করলে আগামী শনিবার ঈদুল আজহার শেষ বাজারে দুর্ভোগ এবং যানজট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্ভোগের কথা জানিয়ে মাইক্রোবাসের যাত্রী রুমান আহমেদ বলেন, ‘ঢাকা থেকে গ্রামের বাড়ি সুনামগঞ্জে ফিরছি। জনতার বাজারের কোরবানির পশু মহাসড়কে থাকায় এবং বিপুল জনসমাগমের কারণে এই মহাসড়কে তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে।’

গজনাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সেকুল আহমেদ বলেন, ‘শনি ও সোমবার বাজারের অনেক পশু মহাসড়কে ছিল। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, মানুষের চরম দুর্ভোগ হয়।’

গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল বলেন, ‘যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং মহাসড়কের ওপর বাজার বসাতে নিষেধ করা হয়েছে।’

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, ‘জনতার বাজার পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা পশু নিয়ে আসেন। প্রতি বছরের মতো এ বছরও নির্বিঘ্নে ক্রেতা-বিক্রেতারা পশু ক্রয়-বিক্রয় করছেন। মহাসড়কের যাতে কোনোভাবেই পশু নিয়ে বিক্রেতার বসতে না পারেন সেই ব্যাপারে আমাদের তৎপরতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাজারের শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মহাসড়কের যানজট নিরসনে আমাদের ১০ জন আনসার সদস্যসহ পুলিশ ও র‍্যাবের টহল জোরদার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত