Ajker Patrika

ফুলতলার ৪ ইউপিতে জমজমাট প্রচার

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ২৬
ফুলতলার ৪ ইউপিতে জমজমাট প্রচার

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে খুলনার ফুলতলা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইতিমধ্যে তাদের প্রচারে পাড়া-মহল্লা থেকে শুরু করে অফিসপাড়া পর্যন্ত সরগরম হয়ে উঠেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলতলার আটরা গিলাতলা, দামোদর, জামিরা ও ফুলতলা ইউনিয়নে মোট ভোটার রয়েছে এক লাখ সাত হাজার ৭৩১ জন। চার ইউপিতে চেয়ারম্যান পদে ১৭ জনসহ ২৪২ জন প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন।

নির্বাচন অফিস জানায়, আটরা গিলাতলা ইউপিতে প্রার্থী হিসেবে রয়েছেন শেখ মনিরুল ইসলাম (নৌকা প্রতীক)। এ ছাড়া স্বতন্ত্র দু’জন হলেন শেখ জাহাঙ্গীর হোসেন ও মো. ইকতিয়ার হাসান মওলা।

দামোদর ইউপিতে শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু (নৌকা) নির্বাচনী মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন মো. আলিম মোল্যা, মো. সেলিম সরদার ও জোবায়দা খান সুরভী।

জামিরা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী। এ ছাড়া আছেন সাইফুল হাসান খান, মনিরুল ইসলাম সরদার, ফজলুল হক এবং আতাউর রহমান।

ফুলতলা ইউপিতে ইউপি সদস্য মোল্যা আলী আজম মোহন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। অপরদিকে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল, সাবেক ইউপি সদস্য মাওলানা রফিকুল ইসলাম আনারস এবং মো. সাকির মোল্যা ঘোড়া প্রতীক নিয়ে গণসংযোগ চালাচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান বলেন, নির্বাচন আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, সে ব্যাপারে নির্বাচন অফিস যথেষ্ট তৎপর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে। তিনি বলেন, যে সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনটির বেশি অফিস, আলোকসজ্জা ও মোটরসাইকেলে স্টিকার লাগিয়েছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। প্রশাসন কঠোর অবস্থানে থাকায় ফুলতলায় এখনো কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফুলতলার ৪টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৩১ জন। ভোট দানের জন্য ৪৮টি কেন্দ্রে ৩০৮টি বুথের ব্যবস্থা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত