রিমন রহমান, রাজশাহী
কোনো মহা আয়োজন নেই, বিষয়গুলো খুবই সাদামাটা। গ্রামের বখাটে তরুণ-তরুণীরা যা যা করেন, তেমনই কর্মকাণ্ড। অথচ এসব কর্মকাণ্ড দেখিয়েই ইউটিউব চ্যানেলে এক কোটির বেশি গ্রাহক জুটিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের এক তরুণ। তাঁর চ্যানেল এখন ব্যক্তিপর্যায়ে দেশে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল।
মতিউর রহমান মিঠুন নামে এই তরুণের চার বছর আগেও ভালো একটি স্মার্টফোন ছিল না। বন্ধুর স্মার্টফোন ধার করে ভিডিও করতেন। এডিটও করতেন অন্যের স্মার্টফোনে। সেই মিঠুন এখন পুরোদস্তুর পেশাদার নির্মাতা। তাঁর চ্যানেলের নাম ‘মহা ফান টিভি’। সেখান থেকে মাসে আয় লাখ লাখ টাকা। ২০টি পরিবার চলে তাঁর চ্যানেলের আয়ে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের এই তরুণ ইতিমধ্যে দেশের সব নামীদামি ইউটিউবারকে পেছনে ফেলে দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর চ্যানেলে গ্রাহক (সাবস্ক্রাইবার) ছিল ১ কোটি ১৬ লাখ।
২০১৬ সালে নিয়ামতপুর ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে ৫-৭ হাজার টাকা বেতনের একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু পাননি। এরপর সিদ্ধান্ত নেন ইউটিউবে ভিডিও দেবেন। এক বন্ধুর সঙ্গে মিলে স্থির করেন মজার মজার ভিডিও বানাবেন। যাতে কোনো কথা থাকবে না, শুধু অঙ্গভঙ্গি দেখেই মানুষ মজা পাবে। শুরু হলো সেই কাজ।
মিঠুন বলেন, ধীরে ধীরে দল বড় হতে থাকল। এখন দলে ২০ জন কাজ করেন। এদের একজন হলেন মোহাম্মদ শামীম। ভালো রেজুলেশনের ভিডিও করার জন্য শুরুতে এই শামীমের স্মার্টফোন ধার নিয়েছিলেন মিঠুন। সেই ফোনে চলত ভিডিও ধারণ এবং এডিটিংয়ের কাজ। মিঠুনসহ অভিনয় করতেন পাঁচজন। রাত জেগে মিঠুন এডিটিং শিখতেন ইউটিউবেরই ভিডিও দেখে দেখে। নিজের চ্যানেলে কিছু ভিডিও দেওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইউটিউব থেকে প্রথমবার আট হাজার টাকা আয় করেন। এরপরই ভিডিও বানানোর ঝোঁক বেড়ে যায়। কেনেন একটা পুরোনো ল্যাপটপ। দলে লোকের সংখ্যা বাড়ানো হয়। পরের মাসে আয় হয় ৪০ হাজার টাকা। এবার দুই তরুণীকেও দলে নেন। শুরুতে শুধু ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানান। পরে দেখলেন, তাঁর বানানো ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অন্যরা সেখান থেকে আয় করছে। এরপর ফেসবুকে পেজ খোলেন। এখন দুটো থেকেই আয় হচ্ছে।
মিঠুন জানালেন, প্রতি মাসে গড়ে পাঁচটি ভিডিও আপলোড করেন। পাঁচ-ছয় মিনিটের এসব ভিডিওতে থাকে একদল তরুণ ও দুই তরুণীর মজার সব কার্যকলাপ। বরেন্দ্র অঞ্চলের মাঠে-ঘাটে এসব ভিডিও ধারণ করা হয়। মিঠুনই এসব ভিডিওর ‘পরিচালক’। মিঠুনের দলে যাঁরা কাজ করেন তাঁরা মাসিক বেতনভুক্ত। এদের বাড়িভাড়া, খাবার, চিকিৎসা, যাতায়াত—সব খরচই দেন মিঠুন।
মিঠুনের ভিডিওতে নানা জিনিস ভেঙে চুরমার করতে দেখা যায়। মাঠে-ঘাটে এসব করতে দেখে গ্রামের লোকেরা একসময় তাঁকে পাগল বলতেন। মিঠুনের কথায়, গ্রামবাসী তাঁকে বখাটেও বলেছিলেন। সে কারণে দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুটিং করতেন। এখন গ্রামের সবাই তাঁকে সহযোগিতাও করেন, গর্বও করেন।
মিঠুন বললেন, মাস্তি করেই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের স্বপ্ন দেখেন তিনি।
কোনো মহা আয়োজন নেই, বিষয়গুলো খুবই সাদামাটা। গ্রামের বখাটে তরুণ-তরুণীরা যা যা করেন, তেমনই কর্মকাণ্ড। অথচ এসব কর্মকাণ্ড দেখিয়েই ইউটিউব চ্যানেলে এক কোটির বেশি গ্রাহক জুটিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের এক তরুণ। তাঁর চ্যানেল এখন ব্যক্তিপর্যায়ে দেশে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল।
মতিউর রহমান মিঠুন নামে এই তরুণের চার বছর আগেও ভালো একটি স্মার্টফোন ছিল না। বন্ধুর স্মার্টফোন ধার করে ভিডিও করতেন। এডিটও করতেন অন্যের স্মার্টফোনে। সেই মিঠুন এখন পুরোদস্তুর পেশাদার নির্মাতা। তাঁর চ্যানেলের নাম ‘মহা ফান টিভি’। সেখান থেকে মাসে আয় লাখ লাখ টাকা। ২০টি পরিবার চলে তাঁর চ্যানেলের আয়ে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের এই তরুণ ইতিমধ্যে দেশের সব নামীদামি ইউটিউবারকে পেছনে ফেলে দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর চ্যানেলে গ্রাহক (সাবস্ক্রাইবার) ছিল ১ কোটি ১৬ লাখ।
২০১৬ সালে নিয়ামতপুর ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে ৫-৭ হাজার টাকা বেতনের একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু পাননি। এরপর সিদ্ধান্ত নেন ইউটিউবে ভিডিও দেবেন। এক বন্ধুর সঙ্গে মিলে স্থির করেন মজার মজার ভিডিও বানাবেন। যাতে কোনো কথা থাকবে না, শুধু অঙ্গভঙ্গি দেখেই মানুষ মজা পাবে। শুরু হলো সেই কাজ।
মিঠুন বলেন, ধীরে ধীরে দল বড় হতে থাকল। এখন দলে ২০ জন কাজ করেন। এদের একজন হলেন মোহাম্মদ শামীম। ভালো রেজুলেশনের ভিডিও করার জন্য শুরুতে এই শামীমের স্মার্টফোন ধার নিয়েছিলেন মিঠুন। সেই ফোনে চলত ভিডিও ধারণ এবং এডিটিংয়ের কাজ। মিঠুনসহ অভিনয় করতেন পাঁচজন। রাত জেগে মিঠুন এডিটিং শিখতেন ইউটিউবেরই ভিডিও দেখে দেখে। নিজের চ্যানেলে কিছু ভিডিও দেওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইউটিউব থেকে প্রথমবার আট হাজার টাকা আয় করেন। এরপরই ভিডিও বানানোর ঝোঁক বেড়ে যায়। কেনেন একটা পুরোনো ল্যাপটপ। দলে লোকের সংখ্যা বাড়ানো হয়। পরের মাসে আয় হয় ৪০ হাজার টাকা। এবার দুই তরুণীকেও দলে নেন। শুরুতে শুধু ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানান। পরে দেখলেন, তাঁর বানানো ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অন্যরা সেখান থেকে আয় করছে। এরপর ফেসবুকে পেজ খোলেন। এখন দুটো থেকেই আয় হচ্ছে।
মিঠুন জানালেন, প্রতি মাসে গড়ে পাঁচটি ভিডিও আপলোড করেন। পাঁচ-ছয় মিনিটের এসব ভিডিওতে থাকে একদল তরুণ ও দুই তরুণীর মজার সব কার্যকলাপ। বরেন্দ্র অঞ্চলের মাঠে-ঘাটে এসব ভিডিও ধারণ করা হয়। মিঠুনই এসব ভিডিওর ‘পরিচালক’। মিঠুনের দলে যাঁরা কাজ করেন তাঁরা মাসিক বেতনভুক্ত। এদের বাড়িভাড়া, খাবার, চিকিৎসা, যাতায়াত—সব খরচই দেন মিঠুন।
মিঠুনের ভিডিওতে নানা জিনিস ভেঙে চুরমার করতে দেখা যায়। মাঠে-ঘাটে এসব করতে দেখে গ্রামের লোকেরা একসময় তাঁকে পাগল বলতেন। মিঠুনের কথায়, গ্রামবাসী তাঁকে বখাটেও বলেছিলেন। সে কারণে দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুটিং করতেন। এখন গ্রামের সবাই তাঁকে সহযোগিতাও করেন, গর্বও করেন।
মিঠুন বললেন, মাস্তি করেই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের স্বপ্ন দেখেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪