Ajker Patrika

রোহিঙ্গারা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে

বাসস, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮: ৫১
রোহিঙ্গারা দেশের  অর্থনীতিতে চাপ   সৃষ্টি করছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ইতিমধ্যেই তিন বছর অতিবাহিত হয়েছে এবং তারা আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ডভ্যান লিউয়েন গতকাল রোববার গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গারা কক্সবাজারে পরিবেশ ও বন সম্পদ ধ্বংস করছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, নেদারল্যান্ডসের দূত রোহিঙ্গা ইস্যু সম্পর্কে বলেন, এ বিষয়টি নিয়ে তিনি উদ্বাস্তু ও এনজিও কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তাঁর মনে হয়েছে, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে দেওয়ায় এই সমস্যার সমাধান হতে পারে।

শেখ হাসিনা দেশের উন্নয়ন ও ডেলটা প্ল্যান-২১০০ প্রণয়নে নেদারল্যান্ডসের অবদানের প্রশংসা করেন। নেদারল্যান্ডসে তাঁর শেষ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রিন হাউস পদ্ধতি ব্যবহার করে সেখানে কৃষি সামগ্রীর উৎপাদন ও সংরক্ষণ দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশও কৃষিভিত্তিক, তাই আমরাও এই পদ্ধতি গ্রহণ করতে পারি।’

ডাচ দূত বলেন, তাঁরা এই লক্ষ্যে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত