Ajker Patrika

সেরা বিজ্ঞানীর তালিকায় মেহেরপুরের ড. রশিদ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২: ৩২
সেরা বিজ্ঞানীর তালিকায় মেহেরপুরের ড. রশিদ

আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইন্ডেক্স প্রকাশিত ২০২১ সালের বিশ্বসেরা বিজ্ঞানীদের শীর্ষ তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন অধ্যাপক ড. আব্দুর রশিদ। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উভয় ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেন তিনি। এমনকি এশিয়া ও বৈশ্বিক ক্যাটাগরিতেও যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার এই কৃতি সন্তান।

অধ্যাপক ড. আব্দুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিনের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মেসি বিভাগের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি।

এডি সায়েন্টিফিক ইন্ডেক্সর র‌্যাঙ্কিংয়ে এই মর্যাদাপূর্ণ স্থান লাভ করায় ইতিমধ্যে তাঁকে এসইউবি পরিবার ও এর ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জানা যায়, এডি সায়েন্টিফিক ইন্ডেক্স সারা বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লাখেরও বেশি বিজ্ঞানীর সাইটেশন ও অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং তৈরি করে। পরে গত ১০ অক্টোবর তালিকাটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে চাইলে আব্দুর রশিদ বলেন, ‘আমাদের দেশকে নিয়ে গর্ব করার অনেক কিছুই রয়েছে। দেশ অনেক এগিয়েছে। আমাদের ওষুধ এখন বিশ্বের অধিকাংশ দেশে রপ্তানি হচ্ছে। তবে সংস্কৃতিগতভাবেই বৈজ্ঞানিক গবেষণায় আমরা পিছিয়ে আছি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আজ বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তার কত গুরুত্বপূর্ণ, তা ভাবিয়ে তুলেছে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের চেষ্টার পাশাপাশি আমাদের গবেষণার ওপরও গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘মৌলিক গবেষণা ব্যতীত কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা কার্যক্রম পূর্ণতা পায় না। সব মিলিয়ে দেশকে আগামীর জন্য প্রস্তুত করতে হলে গবেষণা অপরিহার্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত