Ajker Patrika

নতুন ভবন নির্মাণে অনিয়ম

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ২০
নতুন ভবন নির্মাণে অনিয়ম

গোলাপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে রফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় ইকরাম ট্রেডার্স নামে একটি টিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ৯ ডিসেম্বর বিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তিপত্র সম্পাদন করে টিকাদারি প্রতিষ্ঠানটি। চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার পর ব্যবস্থাপক হিসেবে মো. সাজ্জাদুল ইসলাম নামে একজনকে নিযুক্ত করা হয়।

এরপর কাজ শুরু হলে মালামালের গুণগত মান ভালো না হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজন বিভিন্নভাবে আপত্তি জানান। কিন্তু ব্যবস্থাপক আপত্তিগুলো এড়িয়ে যান। পরবর্তীতে চলতি বছরের ২০ সেপ্টেম্বর ব্যবস্থাপক হিসেবে রাজিব আহমদ নামে একজনকে নিযুক্ত করা হয়। এ সময় তিনি লোড পরীক্ষার জন্য আসেন। লোড টেস্ট ৭০/৭২ টন হওয়ার কথা থাকলেও তিনি ৪৫ টনকি দেন। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী সেখানে পরিদর্শনে যান। কিন্তু পরিদর্শনে কী সিদ্ধান্ত দেওয়া হয়েছে সে সম্পর্কে জানা যায়নি।

এ ছাড়া চলতি বছরের ৩ অক্টোবর ফাহিম আহমদ নামে আরও একজনকে ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি নিযুক্ত হওয়ার পর দিনের বেলা একধরনের কাজ করেন, রাতের আঁধারে আরেক ধরনের কাজ করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

বিদ্যালয়ের ভূমিদাতা আবুল হোসেন বলেন, ‘ভবন নির্মাণে বিভিন্ন অনিয়মের বিষয়ে আমি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত কুমার পাল কথা বলার কারণে ঠিকাদার নির্মাণ শ্রমিক দিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগও করেছেন।’

ইকরাম ট্রেডার্সের পরিচালক ইকরাম আহমদ মুঠোফোনে বলেন, ‘কাজ শুরু হওয়ার পর থেকে আমি এখনো সেখানে যাইনি। অভিযোগ পেয়েছি, সিসি ঢালাইয়ে কংক্রিটের সঙ্গে পাথর দেওয়া হচ্ছে। কংক্রিটের সঙ্গে মাটিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। তবে তাদের সব কথা সঠিক বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘লোড টেস্টের ব্যাপারে আমার এত ধারণা নেই। এটা পরীক্ষার রিপোর্ট। বুয়েটের লোকজন সঠিকভাবে বলতে পারবে। আর সেখানে রাজিব নামে কোনো ব্যবস্থাপক ছিল বলে আমার জানা নেই।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে বিষয়টি আমি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত