আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া সদরের চৌধুরীপাড়ার তয়েজ উদ্দিনের ছোট মেয়ে তাসলিমা খাতুন। সাত বছরের সংসারে এক ছেলেসন্তান রেখে স্বামী নিরুদ্দেশ হন। স্কুলপড়ুয়া ছেলে তোহাকে নিয়ে তাসলিমা বাবার কাছেই থাকেন। একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করতে এবং ছেলের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন ছোট্ট একটা ঘরের।
জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও জন্মের এক বছর পর পলিওতে আক্রান্ত হন তাসলিমা খাতুন। ছয় ভাইবোনের মধ্যে তাসলিমা পঞ্চম। অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
১৪ মাস আগে তৎকালীন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকির হোসেনের কাছে আবেদন করে উপজেলা অফিসের গেটে ছোট্ট একটি দোকানঘরের স্থাপনের অনুমতি পেয়েছেন। পাশাপাশি বিলবিহীন বিদ্যুতেরও ব্যবস্থা করে দিয়েছেন। এরপর শুরু হয় তাসলিমার নতুন করে বাঁচার সংগ্রাম। এনজিওকর্মী মোতাহারুল ইসলামের সার্বিক সহযোগিতায় দোকানঘর কিনে এবং মালপত্র নিয়ে শুরু করেন ‘তোহা মুদি স্টোর’। প্রতিদিন যা বিক্রি হয়, সেখান থেকেই চলে তাসলিমার ছেলের পড়ালেখার খরচ। অন্যদিকে বাবার পরিবারে আর্থিক সহযোগিতাও দেন। আগে ব্যবহার করতেন হুইলচেয়ার। এরপর টাকা জমিয়ে কেনেন চার্জার মোটরসাইকেল। তা দিয়েই ছেলেকে স্কুলে আনা-নেওয়া, দোকানের মালামাল এবং বাজারসহ সব কাজ। এভাবে সবকিছু সম্পূর্ণ করছেন তিনি।
তাসলিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, তিনি সমাজের বোঝা হয়ে নয়, স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে চান। খাদ্য, পোশাকের জন্য কোথাও যেতে না হলেও প্রয়োজন অনুভব করেন একটি ছোট্ট বাড়ির। একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করে ও ছেলের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন। বসবাসের জন্য উপযুক্ত একটি ঘর দরকার, তাই বর্তমান দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহিরের কাছে আবেদন করেছেন। তিনি একটি ঘরের ব্যবস্থা করে দেবেন বলেছেন।
এ বিষয়ে ইউএনও আবু তাহির আজকের পত্রিকাকে বলেন, ‘তাসলিমার জীবন-সংগ্রামের উন্নয়নের অংশ আমরাও হতে চাই। সদরের নিকটে কোথাও তাসলিমার জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের ব্যবস্থা করব।’
বগুড়ার দুপচাঁচিয়া সদরের চৌধুরীপাড়ার তয়েজ উদ্দিনের ছোট মেয়ে তাসলিমা খাতুন। সাত বছরের সংসারে এক ছেলেসন্তান রেখে স্বামী নিরুদ্দেশ হন। স্কুলপড়ুয়া ছেলে তোহাকে নিয়ে তাসলিমা বাবার কাছেই থাকেন। একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করতে এবং ছেলের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন ছোট্ট একটা ঘরের।
জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও জন্মের এক বছর পর পলিওতে আক্রান্ত হন তাসলিমা খাতুন। ছয় ভাইবোনের মধ্যে তাসলিমা পঞ্চম। অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
১৪ মাস আগে তৎকালীন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকির হোসেনের কাছে আবেদন করে উপজেলা অফিসের গেটে ছোট্ট একটি দোকানঘরের স্থাপনের অনুমতি পেয়েছেন। পাশাপাশি বিলবিহীন বিদ্যুতেরও ব্যবস্থা করে দিয়েছেন। এরপর শুরু হয় তাসলিমার নতুন করে বাঁচার সংগ্রাম। এনজিওকর্মী মোতাহারুল ইসলামের সার্বিক সহযোগিতায় দোকানঘর কিনে এবং মালপত্র নিয়ে শুরু করেন ‘তোহা মুদি স্টোর’। প্রতিদিন যা বিক্রি হয়, সেখান থেকেই চলে তাসলিমার ছেলের পড়ালেখার খরচ। অন্যদিকে বাবার পরিবারে আর্থিক সহযোগিতাও দেন। আগে ব্যবহার করতেন হুইলচেয়ার। এরপর টাকা জমিয়ে কেনেন চার্জার মোটরসাইকেল। তা দিয়েই ছেলেকে স্কুলে আনা-নেওয়া, দোকানের মালামাল এবং বাজারসহ সব কাজ। এভাবে সবকিছু সম্পূর্ণ করছেন তিনি।
তাসলিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, তিনি সমাজের বোঝা হয়ে নয়, স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে চান। খাদ্য, পোশাকের জন্য কোথাও যেতে না হলেও প্রয়োজন অনুভব করেন একটি ছোট্ট বাড়ির। একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করে ও ছেলের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন। বসবাসের জন্য উপযুক্ত একটি ঘর দরকার, তাই বর্তমান দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহিরের কাছে আবেদন করেছেন। তিনি একটি ঘরের ব্যবস্থা করে দেবেন বলেছেন।
এ বিষয়ে ইউএনও আবু তাহির আজকের পত্রিকাকে বলেন, ‘তাসলিমার জীবন-সংগ্রামের উন্নয়নের অংশ আমরাও হতে চাই। সদরের নিকটে কোথাও তাসলিমার জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের ব্যবস্থা করব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪