Ajker Patrika

জীবিকার লড়াইয়ে সফল, স্বপ্ন ছেলের মাথা গোঁজার ঠাঁই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ২২
জীবিকার লড়াইয়ে সফল, স্বপ্ন ছেলের মাথা গোঁজার ঠাঁই

বগুড়ার দুপচাঁচিয়া সদরের চৌধুরীপাড়ার তয়েজ উদ্দিনের ছোট মেয়ে তাসলিমা খাতুন। সাত বছরের সংসারে এক ছেলেসন্তান রেখে স্বামী নিরুদ্দেশ হন। স্কুলপড়ুয়া ছেলে তোহাকে নিয়ে তাসলিমা বাবার কাছেই থাকেন। একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করতে এবং ছেলের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন ছোট্ট একটা ঘরের।

জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও জন্মের এক বছর পর পলিওতে আক্রান্ত হন তাসলিমা খাতুন। ছয় ভাইবোনের মধ্যে তাসলিমা পঞ্চম। অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।

১৪ মাস আগে তৎকালীন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকির হোসেনের কাছে আবেদন করে উপজেলা অফিসের গেটে ছোট্ট একটি দোকানঘরের স্থাপনের অনুমতি পেয়েছেন। পাশাপাশি বিলবিহীন বিদ্যুতেরও ব্যবস্থা করে দিয়েছেন। এরপর শুরু হয় তাসলিমার নতুন করে বাঁচার সংগ্রাম। এনজিওকর্মী মোতাহারুল ইসলামের সার্বিক সহযোগিতায় দোকানঘর কিনে এবং মালপত্র নিয়ে শুরু করেন ‘তোহা মুদি স্টোর’। প্রতিদিন যা বিক্রি হয়, সেখান থেকেই চলে তাসলিমার ছেলের পড়ালেখার খরচ। অন্যদিকে বাবার পরিবারে আর্থিক সহযোগিতাও দেন। আগে ব্যবহার করতেন হুইলচেয়ার। এরপর টাকা জমিয়ে কেনেন চার্জার মোটরসাইকেল। তা দিয়েই ছেলেকে স্কুলে আনা-নেওয়া, দোকানের মালামাল এবং বাজারসহ সব কাজ। এভাবে সবকিছু সম্পূর্ণ করছেন তিনি।

তাসলিমা খাতুন আজকের পত্রিকাকে জানান, তিনি সমাজের বোঝা হয়ে নয়, স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে চান। খাদ্য, পোশাকের জন্য কোথাও যেতে না হলেও প্রয়োজন অনুভব করেন একটি ছোট্ট বাড়ির। একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করে ও ছেলের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন। বসবাসের জন্য উপযুক্ত একটি ঘর দরকার, তাই বর্তমান দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহিরের কাছে আবেদন করেছেন। তিনি একটি ঘরের ব্যবস্থা করে দেবেন বলেছেন।

এ বিষয়ে ইউএনও আবু তাহির আজকের পত্রিকাকে বলেন, ‘তাসলিমার জীবন-সংগ্রামের উন্নয়নের অংশ আমরাও হতে চাই। সদরের নিকটে কোথাও তাসলিমার জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত